• বনদপ্তরের খাঁচা খুলে পালাল চিতাবাঘ, জখম এক
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, বানারহাট: বনদপ্তরের পাতা খাঁচায় আটকা পড়েও খাঁচা খুলে পালিয়ে গেল চিতাবাঘ! আর সেই বাঘের হামলায় আহত হলেন চা বাগানের এক চৌকিদার। ঘটনাটি ঘটে সোমবার সকালে বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে। এ ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শ্রমিক মহল্লায়।  বাগানের হাসপাতাল সংলগ্ন ১০ নম্বর সেকশনে একসপ্তাহ আগে ছাগলের টোপ দিয়ে খাঁচা বসানো হয়েছিল। ভোরে তাতে চিতাবাঘ ধরা পড়ে। চিতাবাঘটি খাঁচার ভিতরে ছোটাছুটি করতে থাকে। বনকর্মীরা পৌঁছনোর আগেই বাঘটি স্লাইডিং দরজার সামান্য ফাঁককে কাজে লাগিয়ে সেটি খুলে চম্পট দেয়। সেইসময় খাঁচার সামনে দাঁড়িয়েছিলেন বাগানের চৌকিদার চঞ্চল দাস। তাঁকে জখম করে বাঘটি পালায়।  বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে জখমের চিকিৎসা চলছে। বুকে আঘাত লেগেছে। চিতাবাঘটি ছাগলটির একটি কানের একাংশ খেয়ে ফেলেছে। বাঘবন্দি হয়েও পালিয়ে গিয়েছে, খবর পেয়ে চলে আসেন বন্যপ্রাণ শাখার  বিন্নাগুড়ির ভারপ্রাপ্ত রেঞ্জার হিমাদ্রি দেবনাথ, ডায়নার রেঞ্জার অশেষ পাল। তাঁরা শ্রমিকদের সতর্ক থাকার পরামর্শ দেন। বাগান কর্তৃপক্ষের দাবি, খাঁচাটি সামনের দিকে একাংশ ভাঙা ছিল। খাঁচাটি দেখে বনকর্মীদের পাতা উচিত ছিল। বন্দি হওয়া চিতাবাঘটি দেখতে খাঁচার সামনে অনেকেই দাঁড়িয়েছিলেন। বাঘটি তাঁদের উপর ঝাঁপিয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটে যেত। বাবুল তপাদার নামে বাগানের বাসিন্দা বলেন, চিতাবাঘটি এবার আরও হিংস্র হয়ে উঠতে পারে।
  • Link to this news (বর্তমান)