• কাটোয়ায় দামী সাইকেল চুরির ঘটনায় ধৃত ভাতারের যুবক
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাটোয়া: বাইকের যুগেও সাইকেল চুরি! কাটোয়া শহরে একের পর এক সাইকেল চুরি হচ্ছিল। তবে সাধারণ সাইকেল নয়, দামী সাইকেলের প্রতিই নজর ছিল চোরের। অবশেষে তদন্তে নেমে ভাতার থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে কাটোয়া থানার পুলিস। তার কাছ থেকে তিনটি সাইকেল উদ্ধার হয়েছে।

    পুলিস জানিয়েছে, ধৃত মহিউদ্দিন মণ্ডলের বাড়ি ভাতার থানার কালিপাহাড়ী এলাকার সন্তোষপুর গ্রামে। সোমবার তাঁকে কাটোয়া মহকুমা এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।

    শহরের বাগানেপাড়া, সিদ্ধেশ্বরীতলা থেকে বেশ কয়েকদিন ধরে দামী সাইকেল চুরি যাচ্ছিল। এক-একটি সাইকেলের দাম প্রায় ১৫-২০ হাজার টাকা। বিষয়টি নিয়ে পুলিসও চিন্তিত ছিল। অবশেষে সিসি ক্যামেরার ফুটেজ দেখে এক যুবককে চিহ্নিত করা হয়। পুলিস জানতে পারে, সে ভাতার থানা এলাকার বাসিন্দা। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, সে দামী সাইকেল চুরি করে বিক্রি করে দিত।
  • Link to this news (বর্তমান)