• ডেঙ্গু মোকাবিলায় কোনও গাফিলতি বরদাস্ত হবে না, হুঁশিয়ারি ডিএমের
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: ডেঙ্গু দমনে কোনওরকম গাফিলতি বরদাস্ত করা হবে না। কড়া হুঁশিয়ারি মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়ার। জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর না থাকলেও বিষয়টি নিয়ে সতর্ক জেলা প্রশাসন। কারণ, জেলার সাতটি ব্লকে ডেঙ্গু পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। সোমবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে  জেলাশাসক জরুরি ভিত্তিতে বৈঠক ডাকেন।  সেখানেই ডেঙ্গু মোকাবিলায় এই কড়া হুঁশিয়ারি দিয়েছেন ডিএম। 

    তাঁর কড়া হুঁশিয়ারি, কোনও গ্রাম পঞ্চায়েতে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হলে সংশ্লিষ্ট ভেক্টর কন্ট্রোল টিম এবং ভেক্টর সার্ভিলেন্স টিমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ  করা হবে। তাঁদের চাকরি নিয়েও অসুবিধে হতে পারে।  

    এদিন মালদহ কলেজের সানাউল্লাহ সভাকক্ষে সাতটি ব্লকের জয়েন্ট বিডিও, ভেক্টর কন্ট্রোল ও ভেক্টর সার্ভিলেন্স টিমকে নিয়ে বৈঠক করেন জেলাশাসক। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মালদহের ৭ টি ব্লকের ২০ টি গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গু পরিস্থিতি সবথেকে শোচনীয়। 

    স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, কালিয়াচক -১ ব্লকের ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি- ১০৩ জন। দ্বিতীয় স্থানেই রয়েছে সদর ব্লক ইংলিশবাজারে। এখানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১০০। এছাড়াও কালিয়াচক -৩ ব্লকে ৭৩, কালিয়াচক -২ ব্লকে ৫৭, রতুয়া -১ ব্লকে ৫১ জন এবং পুরাতন মালদহে ৪৫ ও রতুয়া -২ ব্লকে ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত।  ডেঙ্গু মোকাবিলা নিয়ে কর্মশালায় বক্তব্য রাখছেন মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। সালাউল্লাহ সভামঞ্চে তোলা নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)