• দখলদারদের হয়ে সরব করিম
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ইসলামপুর: দখলদারদের হয়ে ফের সরব হলেন ইসলামপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের আব্দুল করিম চৌধুরী। শহর মধ্যস্থ মূল সড়ক (পিডব্লুডি) সম্প্রসারণের কাজ চলছে। সেইসঙ্গে সড়কের দু’ধারের নিকাশিনালা দখল করে যাঁরা নির্মাণ করে রেখেছেন সেই সমস্ত নির্মাণ সরিয়ে ফেলারও কাজ চলছে। প্রশাসন দখলকারীদের নোটিস দিয়ে নির্মাণ সরিয়ে নিতে বলেছিল। এতে অনেকেই ড্রেনের উপরের নির্মাণ নিজেরাই ভেঙে দিয়েছেন। কিন্তু এমনও দোকানদার আছেন যাঁরা ড্রেনের উপরই ব্যবসা করে রুটিরুজি চালাচ্ছেন। সড়ক সম্প্রসারণে সম্পূর্ণ দোকান ভাঙা পড়ছে না। কিন্তু যেসমস্ত এলাকায় বাস দাঁড়ানোর ব্যবস্থা করা হচ্ছে সেই সমস্ত এলাকায় দোকানের একাংশ ভাঙা পড়বে। কিছুদিন আগেই করিম সাহেব হুঁশিয়ারি দিয়েছিলেন কাউকেই উচ্ছেদ হতে দেব না। এবিষয়ে তিনি মহকুমা প্রশাসনকে স্মারকলিপিও দিয়েছিলেন।

    পুর কর্তৃপক্ষ এবং মহকুমা প্রশাসনের দাবি, ড্রেন দখল হয়ে যাওয়ায় সাফাই করা সম্ভব হচ্ছে না। ফলে বর্ষার সময় জল বের হতে পারছে না। সোমবার বিকেলে বাস টার্মিনাসের সামনে করিম সাহেব একটি পথসভা করেন। সেখানে তিনি বলেন, আমি জেলে যেতে রাজি আছি। কিন্তু কাউকেই উচ্ছেদ হতে দেব না। আমি নিজে ড্রেন সাফাই করব। ড্রেন পরিষ্কার করার জন্য অভিযান চালাব। এজন্য একটি কমিটি গঠন করা হবে। ওই কমিটিতে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষকে কমিটিতে রাখা হবে। ছটপুজোর পর ড্রেন পরিষ্কার করার কাজ শুরু হবে। এজন্য আমি একমাসের বেতন দেব। দোকানদারেদের বলব কিছু দিতে। আমরা নিজেরা যেভাবে বাড়ি পরিষ্কার রাখি সেভাবেই ড্রেনও পরিষ্কার করা হবে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)