• এক বছর বন্ধ বীরনগর গ্রাম পঞ্চায়েতের কঠিন বর্জ্য প্রকল্প
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কালিয়াচক: দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে কালিয়াচক ৩ নং ব্লকের  বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি। যা নিয়ে ক্ষোভ বাড়ছে। দেড় বছর আগে গঙ্গার পাড়ে প্রকল্পটি গড়ে তোলা হয়। কিন্তু  প্রকল্পটি বাস্তবায়নের পর দু-তিন মাস বর্জ্য প্রক্রিয়াকরণ হয়েছিল। তারপর থেকে বন্ধ রয়েছে প্রকল্পটি। প্রায় একবছর ধরে সেটি বন্ধ থাকায় পঞ্চায়েত এলাকায় আবর্জনা জমছে। প্রধান সিম্পা সরকারের বক্তব্য, দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাস্তার কাজ চলছিল। এর ফলে আবর্জনা গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। কয়েকমাস ধরে প্রকল্পটি বন্ধ রয়েছে।  প্রকল্পটি ফের  চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি বন্ধ থাকায় পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় আবর্জনা জমতে দেখে বিরক্ত মানুষ। মহারাজপুরের বাসিন্দা চণ্ডী মণ্ডল বলেন, দেড় বছর আগে গ্রামে গাড়ি এসে এলাকার আবর্জনা নিয়ে যেত। কিন্তু বছরখানেক ধরে সেই গাড়ি আর আসছে না। ফলে এলাকাতেই আবর্জনা জমছে। বাসিন্দাদের দাবি, গ্রাম পঞ্চায়েতের সব জায়গায় আবর্জনা নিয়ে যাওয়ার সুবিধা নেই। প্রধান জানিয়েছেন, এখনও পর্যন্ত পাঁচটি গ্রামে প্রকল্পটি চালু হয়েছে। পরে ধাপে ধারে প্রতিটি গ্রামে কাজ শুরু হবে।

    আরেক বাসিন্দা জীবন মণ্ডলের কথায়, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট থাকলেও কোনদিনও এলাকার আবর্জনা তুলে নিয়ে যাওয়া হয়নি। এলাকায় আবর্জনার স্তুপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। প্রকল্পটি ফের চালু করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। প্রধানের দাবি, গঙ্গার জল বেড়ে যাওয়ায় প্রকল্পটির ধারে জলমগ্ন হয়ে পড়ে। জল না কমা পর্যন্ত সেটি চালু করা সম্ভব নয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)