• রেললাইনে গ্যাস সিলিন্ডার, অল্পের জন্য রক্ষা পেল কালিন্দী এক্সপ্রেস, তদন্তে এনআইএ
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • কানপুর: উত্তরপ্রদেশে বড়সড় নাশকতার হাত থেকে রক্ষা পেল কালিন্দী এক্সপ্রেস। ট্রেনটি প্রয়াগরাজ থেকে হরিয়ানার ভিওয়ানি যাচ্ছিল। সোমবার সকাল ৮টা ২০ মিনিট নাগাদ কানপুরের কাছে মুদেরি গ্রামে একটি ক্রসিংয়ে ঘটে বিপত্তি। রেললাইনের উপর রাখা একটি রান্নার গ্যাস সিলিন্ডারে ধাক্কা মারে ট্রেনটি। লাইনে শুধু গ্যাস সিলিন্ডার নয়, তার পাশে রাখা ছিল একটি তরল ভর্তি বোতল, দেশলাই বাক্স ও এবং অন্যান্য সামগ্রী। পেট্রল বোমা ও গ্যাস ভর্তি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটিয়ে বড়সড় নাশকতার ছক কষা হয়েছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান রেল পুলিসের। তবে সিলিন্ডারটি না ফাটায় বড়সড় কোনও অঘটন ঘটেনি। ঘটনার তদন্তে নেমেছে এনআইএ। পাঁচ সদস্যের একটি টিম ইতিমধ্যে ঘটনাস্থল থেকে নুমনা সংগ্রহ করেছে। পাশাপাশি উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন শাখাও তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিস। 

    এদিন সকালে লোকো পাইলট শিবরাজপুর ছেড়ে যাওয়ার পর লাইনে গ্যাস সিলিন্ডারটি দেখতে পেয়ে জরুরি ব্রেক কষে ট্রেনটি থামানোর চেষ্টা করেন। সিলিন্ডারে ধাক্কা মেরে কিছুটা দূরে গিয়ে ট্রেনটি থেমে যায়। এদিকে আচমকাই ব্রেক কষায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। কোনও যাত্রী অবশ্য হতাহত হননি। ঘটনার পরপরই চালক রেল পুলিসকে বিষয়টি জানান। খবর পেয়ে আরপিএফ, উত্তরপ্রদেশ পুলিস এবং আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। ঘটনাস্থলের পাশে একটি ঝোপে কয়েকজনের বসে থাকার প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। গ্যাস সিলিন্ডারে ধাক্কা মারার পর সেখানে ট্রেনটি প্রায় ২০ মিনিটি দাঁড়িয়েছিল। পরে নিরাপদে গন্তব্যের উদ্দেশে রওনা দেয় কালিন্দী এক্সপ্রেস (১৪১১৭)। কানপুরের পুলিস কমিশনার হরিশ চন্দ্র বলেন, দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রেলের ইজ্জতনগর ডিভিশনের জনসংযোগ আধিকারিক রাজেন্দ্র সিং বলেন, জলের বোতলে পেট্রল ভরে রাখা ছিল কি না, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
  • Link to this news (বর্তমান)