• কয়লা পাচার মামলা: অভিষেক ও রুজিরাকে দিল্লিতে ডেকে পাঠাতে পারবে ইডি: সুপ্রিম কোর্ট
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কয়লা পাচার মামলায় তদন্তের প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরাকে দিল্লিতে ডেকে পাঠাতে পারবে ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)। কোনও বাধা নেই। সোমবার এই রায় দিল সুপ্রিম কোর্ট। রাজ্যের কয়লা পাচার মামলায় প্রায় এক হাজার ৩০০ কোটি টাকার লেনদেন হয়েছে বলেই ইডির অভিযোগ। আর এই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তাঁর স্ত্রীর নাম জড়ায়। তদন্তের প্রয়োজন দেখিয়ে বার বার তাঁদের দিল্লিতে জেরার জন্য সমন পাঠানো হয়। যার বিরোধিতা করে আদালতে আবেদন করেন উভয়ে। বলা হয়, তদন্তে সহযোগিতা করতে তাঁরা প্রস্তুত। কিন্তু কলকাতায় তো ইডির অফিস আছে। সেখানেই ডেকে পাঠানো হোক। দিল্লি কেন? 

    মামলার শুনানিতে অভিষেককে অন্তবর্তী রক্ষাকবচ দেওয়া হয়। বলা হয়, অভিষেককে গ্রেপ্তার করতে পারবে না ইডি। দিল্লিতে ডাকা যাবে না। ইডি এবং অভিষেক, উভয়ের বক্তব্য শুনে মামলার রায় স্থগিত রেখেছিল শীর্ষ আদালত। কিন্তু এদিন সেই রায়দান করে বিচারপতি বেলা এম ত্রিবেদি এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দেয়, অভিষেক এবং রুজিরা ব঩ন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করা হচ্ছে। অর্থাৎ এরপর ইডি চাইলে উভয়কেই দিল্লিতে ডেকে জেরা করতে পারবে।
  • Link to this news (বর্তমান)