• ঘটকপুকুরে যাত্রী প্রতীক্ষালয় নেই রোদ-বৃষ্টি মাথায় বাসের অপেক্ষা
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ঝড়-জল কিংবা চড়া রোদ। যে কোনও পরিস্থিতিতে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। ভাঙড়ের ঘটকপুকুর বাস স্ট্যান্ডে এমনই দৃশ্য দেখা যায়।  ঘটকপুকুর চারমাথা মোড়ে যেখানে সেখানে দাঁড়িয়ে যায় বিভিন্ন রুটের বাস। আর তার জন্যই ছড়িয়ে ছিটিয়ে অপেক্ষা করতে হয় যাত্রীদের। দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতি চলছে বলে অভিযোগ। এতদিনেও কেন এমন গুরুত্বপূর্ণ একটি জায়গায় যাত্রীদের অপেক্ষার জন্য কেন প্রতীক্ষালয় তৈরি করা গেল না, তা নিয়ে  প্রশ্ন তুলছেন যাত্রীরা। 

    মানুষের বক্তব্য, অত্যন্ত ব্যস্ত জায়গা হল ঘটকপুকুর চৌমাথা। কলকাতা শুধু নয়, উত্তর ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে যাওয়ার বাস ধরতে হয় এখান থেকে। কিন্তু যাত্রীদের ওঠানামার জায়গা না থাকায় ছড়িয়ে ছিটিয়ে দাঁড়াতে হয় সবাইকে। একটা প্রতীক্ষালয় হলে গরমকালে ছায়া মিলবে। বর্ষাকালেও আশ্রয়। চারদিকে এত কাজ হলেও কেন এই বিষয়টি এখনও নজরে এল না প্রশাসনের, তা বোঝা যাচ্ছে না। অথচ ঘটকপুকুর মোড়ে বিভিন্ন রুটের বাসের নির্দিষ্ট স্ট্যান্ড করা হয়েছে। রয়েছে টোটোর জন্য ছাউনি দেওয়া জায়গাও। কিন্তু যাত্রী প্রতীক্ষালয় নেই। ভাঙড় এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ঝর্ণা মণ্ডল বলেন, প্রতিক্ষালয় তৈরি করার ইচ্ছা তো আছে। কিন্তু সেখানে জায়গা পাওয়া যাচ্ছে না। সেটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)