• ডিজনিল্যান্ড-শ্রীকৃষ্ণ লীলা-পুরাবৃত, থিমের তুমুল হাওয়া হুগলির ডানকুনি থেকে চুঁচুড়ায়
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দুর্গাপুজোকে কেন্দ্র করে বাহারি থিমে মাতিয়ে দেওয়ার প্রয়াস নতুন নয়। তাতে অভিনবত্ব বরাবরই আকর্ষণের কেন্দ্রে থাকে। গঙ্গাপাড়ের সুপ্রাচীন জনপদেও থিমের তুমুল হাওয়া বইছে। কোথাও কৃষ্ণের নরলীলার সঙ্গে আদ্যাশক্তি দেবী দুর্গাকে জুড়ে দেওয়া হচ্ছে। কোথাও দেবী হাজির হচ্ছেন ডিজনিল্যান্ডের প্রেক্ষাপটে। এসব তবু সহজেই বোঝা যায়। কিন্তু কেউ কেউ থিমের অভিনবত্বের সঙ্গে সামাজিক বার্তাকে জুড়ে দিয়ে অতি ভিন্নরকমের প্রয়াসও করছেন। কার্যত মনোসামাজিক দর্শনের আদলে মণ্ডপ বেঁধে সেখানেই হাজির করে দিচ্ছেন দেবীকে। এক কথায় বাহারি থিমের বর্ণময় আলোয় পুজো মরশুমের প্রাক্কালেই চমক লাগছে সাবেক জনপদ হুগলিতে।

    হুগলির ডানকুনির কালীপুর স্পোর্টিংয়ের মাঠে এবছর দেখা যাবে ডিজনিল্যান্ডের শোভা। আমেরিকার ডিজনিল্যান্ড শৈশব তো বটেই পূর্ণবয়স্কদের কাছেও আকর্ষণের কেন্দ্রবিন্দু। কার্যত পূর্ণাঙ্গ ডিজনিল্যান্ডকে তার আলোর বৈচিত্র্য সহ তুলে আনার উদ্যোগ নিয়েছে কালীপুর স্পোর্টিং। সেই প্রেক্ষাপটে হাজির থাকবেন দেবী। যে হেতু থিম ডিজনিল্যান্ড তাই দেবীর অবয়বেও তার প্রভাব থাকবে। তাতে মৃণ্ময়ী দেবীর আদলেও নতুন ধারা দেখা যাবে। লেজার শো’র আকর্ষণও রাখতে চাইছেন উদ্যোক্তারা। ক্লাবের প্রবীণ কর্তা প্রবীর বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডিজনিল্যান্ডে আবহের সঙ্গে আলোর একটি বিরাট ভূমিকা আছে। সেই কারণে মণ্ডপসজ্জার সঙ্গে আলোকসজ্জাতেও আমরা দর্শকদের চমক দিতে চাইছি। আশা করছি, দর্শকদের আকর্ষণের কেন্দ্রে থাকবে আমাদের পুজো।’

    ডানকুনির পুজো কর্তারা যেখানে থিম খুঁজতে আমেরিকা পাড়ি দিয়েছেন সেখানে চুঁচুড়ার ঘুটিয়াবাজার সর্বজনীন বিশ্বাস রেখেছে পুরাণে। তাই তাদের পুজোর থিম শ্রীকৃষ্ণ-লীলা। ক্লাবের এবার পঞ্চাশ বছর। তাই আবেগের সঙ্গে আয়োজনেও আছে বাহুল্য। রাধাকৃষ্ণের লীলার প্রসঙ্গেই সপরিবারে দেবী আদ্যাশক্তিকে হাজির করতে চাইছেন ক্লাবকর্তারা। বাঁশ, কাঠ, ফাইবারের মণ্ডপে ফুটিয়ে তোলা হবে থিম-‘কানাইয়ের সঙ্গে মধুবনে’। আলোকসজ্জাও থাকবে থিমের সঙ্গে সঙ্গতি রেখে। ক্লাবকর্তা প্রবীণ তপন সিংহ বলেন, ‘পঞ্চাশ বছরে পা দেওয়া পুজোকে আমরা এবার বিশেষ করে তুলতে চাইছি। আশা করছি, থিমের বাজার দর্শকদের মন কাড়তে পারবে।’

    ব্যান্ডেলের কেওটা উজ্জ্বল সঙ্ঘ বরাবরই সামাজিক বার্তাকে সামনে রেখেই পুজোর মণ্ডপ সাজায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ক্লাবের এ বছরের আয়োজন ‘পুরাবৃত’। মূলত সামাজিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয় বনাম আধুনিকতার দ্বন্দ্বকে ধরতে চেয়েছেন উদ্যোক্তারা। মণ্ডপসজ্জায় বেশ কিছু অবয়ব, সামাজিক অপরাধকে আড়াল করার প্রচেষ্টাকে মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছে তারা। এখানে দেবীর মাটির প্রতিমা ক্ষিপ্ত ভঙ্গিমায় হাজির থাকবেন। ক্লাব কর্তা শুভঙ্কর দাস বলেন, ‘আধুনিক সময়ও মানুষের মধ্য থেকে পশু প্রবৃত্তি চলে যায়নি। সেই বিষয়টিকেই আমরা মণ্ডপসজ্জায় ধরতে চেয়েছি। আলোকসজ্জাও সেই অনুসারে হবে।’ 
  • Link to this news (বর্তমান)