• মেট্রোর ডালিয়ান রেকে বিভ্রাট, ভোগান্তি যাত্রীদের
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রযুক্তি বিভ্রাটে ফের ভোগান্তি শহরের পাতালপথে। সপ্তাহের প্রথম কাজের দিনে একাধিকবার ব্যাহত হল মেট্রো পরিষেবা। যান্ত্রিক কারণে চীনা রেকের দরজা আটকে যাওয়ার জেরে ভুগতে হল সাধারণ মানুষে। মেট্রো সূত্রের খবর, ৫০১ নম্বর রেকে প্রযুক্তিগত ত্রুটির কারণে পিক আপ ও দরজা খোলা-বন্ধে সমস্যা দেখা যায়। সোমবার সন্ধ্যা ৭টে বেজে ২০ মিনিটে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে দাঁড়ানোর পর আটকে যায় ওই রেকের একাধিক দরজা। প্রায় ৭-৮ মিনিট আটকে ছিল কবি সুভাষগামী ওই মেট্রো। তীব্র বিরক্ত হন যাত্রীরা। এরপরে কোনওক্রমে মেট্রোর সবকটি দরজা বন্ধ করা সম্ভব হয়। এই ঘটনার ২ ঘণ্টার মধ্যে ফের তাল কাটে মেট্রো পরিষেবায়। এদিন রাত সাড়ে ন’টা নাগাদ ওই রেকটিই দমদম ফেরার সময় পরিষেবা বিঘ্ন হয়। শ্যামবাজার মেট্রো স্টেশনে আটকে যায় রেকটি। ফের বেশ কিছু দরজা আটকে যায়। তবে এবার কোনওভাবেই সেগুলি প্রযুক্তির সাহায্যে বন্ধ করা সম্ভব হচ্ছিল না। বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করে মেট্রোর মেকানিকরা। কিন্তু, তাতে লাভ হয়নি। শেষমেশ, রেকটির আটকে যাওয়া দরজাগুলির ম্যানুয়াল লক খুলে দিয়ে বন্ধ করা হয়। এই গোটা প্রক্রিয়া শেষ করতে প্রায় ১৫ মিনিট ওই রুটে মেট্রো পরিষেবা থমকে যায়। যার জেরে গোটা মেট্রো চলাচলের সময়সূচিতেও ব্যাঘ্যাত ঘটে। যাত্রীদের দাবি, বিদেশ থেকে আনা মেট্রো রেকে নিত্যদিন ভোগান্তি লেগেই থাকে। যা চূড়ান্ত হয়রানির বলে দাবি নিত্যযাত্রীদের। 
  • Link to this news (বর্তমান)