• হাসপাতালে নিরাপত্তায় ১৫০ কোটি, জুনিয়র ডাক্তারদের বার্তা মুখ্যসচিবের
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • এই সময়: জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে সময় বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সোমবার নবান্ন থেকে একই অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু জুনিয়র ডাক্তারদের দাবি- 'নো সিকিউরিটি-নো ডিউটি'। সুপ্রিম কোর্টও চিকিৎসকদের নিরাপত্তায় নজর দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যকে।এই বিষয়কে তারা যে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে, এ দিন বিকেলে তা স্পষ্ট করে দিল রাজ্য। মুখ্যসচিব মনোজ পন্থ জানান, চিকিৎসকদের নিরাপত্তায় দেড়শো কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। নিরাপত্তার সার্বিক কাজে সেই টাকা ব্যবহার করা হবে বলে জানান মুখ্যসচিব। দুপুরে নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, হাসপাতালগুলিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার জন্যে অর্থ বরাদ্দ করা হবে।

    বিকেলে সাংবাদিক বৈঠক করে সেই টাকা বরাদ্দের কথাই ঘোষণা করেন মুখ্যসচিব। তিনি জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই সব রকম ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, 'হাসপাতালগুলির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা আছে। সেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। প্রয়োজনে নতুন নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। আমরা চাইছি সামগ্রিক চেষ্টার মাধ্যমে যা কাজ করার, তা আগামী দিনে দ্রুততার সঙ্গে করতে।'

    মুখ্যসচিব আরও বলেন, 'আমাদের পুরো দল এই কাজের জন্যে প্রস্তুত রয়েছে। সবার সঙ্গে আলোচনা করে এই কাজগুলি করা হবে। জুনিয়র ডাক্তারদের অনুরোধ, আপনারা কাজে ফিরুন। এত দিন আপনারা যা পরিষেবা দিয়ে যাচ্ছিলেন তা শুরু করুন।' নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বলতে গিয়ে মনোজ বলেন, 'সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে নিরাপত্তা সুনিশ্চিত করার কথা বলেছে। আমরা সে কথা মাথায় রেখেই ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের মাধ্যমে ১৫০ কোটি টাকা বরাদ্দ করেছি। সিসিটিভি, আলো, রেস্টরুম, ওয়াশরুম ইত্যাদি বিভিন্ন রকম পরিষেবার জন্যে ওই টাকা খরচ করা হবে। সাত দিনের মধ্যে কাজ শুরু করা হবে।'

    সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব বলেন, 'সুপ্রিম কোর্ট সবাইকে কাজে ফিরতে বলেছে। এ-ও বলেছে, কাজে ফিরলে সবাই উপকৃত হবেন। কাল পাঁচটার মধ্যে যাতে জুনিয়র ডাক্তারেরা কাজে ফেরেন, তা নিয়ে আজ মুখ্যমন্ত্রীও অনুরোধ করছেন। আমরা একই কথা বলছি। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের।'
  • Link to this news (এই সময়)