• কলেজ থেকেও সাসপেন্ড সাগর দত্তের ১০ পড়ুয়া
    এই সময় | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • এই সময়, কামারহাটি: হস্টেল থেকে সাসপেন্ডের পর এ বার কলেজ থেকেও সাসপেন্ড করা হলো সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে হামলাকারী দশ চিকিৎসক পড়ুয়াকে। বাকি পাঁচ জন ইন্টার্ন হওয়ায় তাঁদের কলেজ থেকে সাসপেন্ড করতে গেলে যেহেতু স্বাস্থ্য ভবনের অনুমতি লাগে, সেহেতু কলেজ কর্তৃপক্ষের তরফে সেই চিঠি গত শনিবারই পাঠিয়ে দেওয়া হয়েছে।সেখান থেকে সবুজ সঙ্কেত পেলে এই পাঁচ জনকেও কলেজ থেকে সাসপেন্ড করার কথা জানিয়ে দেওয়া হবে বলে কলেজ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, ৫ সেপ্টেম্বর কলেজ কাউন্সিলের বৈঠকের সময়ে হামলা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজে। মিটিং রুমে ভাঙচুর হয়। সেই ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল থানায়।

    সাগর দত্তের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন, ‘সাসপেন্ডের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে পুলিশকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলা হয়েছে।’ সোমবার এই সাসপেন্ডের সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের তরফে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু ৫ সেপ্টেম্বর কলেজ কাউন্সিলের বৈঠকে হামলাই নয়, যাঁদের এই ঘটনায় নাম জড়িয়েছে তাঁদের বিরুদ্ধে পুরোনো কয়েকটি ঘটনার কথাও নোটিসে উল্লেখ রয়েছে।

    উত্তরবঙ্গ লবির অন্যতম বড় মাথা বিরূপাক্ষ বিশ্বাস-ঘনিষ্ঠ ওই ছাত্রদের বিরুদ্ধে প্রিন্সিপ্যালকে ঘেরাওয়ের নামে কলেজের আলো নিভিয়ে দেওয়া, পরীক্ষার হলে নিয়ম মেনে ইনভিজিলেশন দেওয়ায় শিক্ষকদের হুমকি, কলার ধরে টানা, বিভিন্ন ইস্যুতে কলেজের স্টাফদের হুমকির কথা উল্লেখ করা হয়েছে৷ কলেজ অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান বলেন, ‘কোনও ভাবেই আর বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। পুলিশকেও বলেছি কড়া পদক্ষেপ করতে।’

    কলেজ কর্তৃপক্ষের এ হেন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আরজি কর ইস্যুতে সাগর দত্তে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। তাঁদের দাবি, কলেজের আর কাউকে যেন কখনওই থ্রেট কালচারের স্বীকার হতে না হয় সেটা সুনিশ্চিত করুক হাসপাতাল কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্মক্ষেত্রে তাঁদের নিরাপত্তার বিষয়টিও বলছেন জুনিয়র চিকিৎসকরা।

    প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে জুনিয়র চিকিৎসকরা তাঁদের কিছু দাবি ও অভিযোগ নিয়ে কলেজ কাউন্সিলে বৈঠক করার সময়েই হামলা চালানোর অভিযোগ ওঠে কয়েকজন চিকিৎসক পড়ুয়ার বিরুদ্ধে। সেই হামলায় মনোজিৎ মুখোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসক জখম হন। তিনি ১৫ জনের নামে কামারহাটি থানায় অভিযোগ দায়ের করেন। কলেজ কর্তৃপক্ষও আলাদা ভাবে অভিযোগ দায়ের করেছিল।
  • Link to this news (এই সময়)