এই সময়, সোদপুর: আরজি কর কাণ্ডে দ্রুত আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তার পরই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছেন। কিন্তু আন্দোলনের পথ থেকে এখনই সরতে চান না নিহত চিকিৎসকের মা-বাবা।সোমবার সন্ধ্যায় নিহত তরুণীর মা বলেন, ‘ডাক্তাররা যদি নিজেদের নিরাপদ না মনে করেন, তা হলে তাঁরা কী ভাবে কাজে যোগ দেবেন?’ পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনকে ‘গলা টিপে খুন করার’ অভিযোগও তুলেছেন তিনি।
তাঁর কথায়, ‘আমার মেয়েকে যে ভাবে গলা টিপে মারা হয়েছে, ঠিক সে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ও আন্দোলনের গলা টিপে হত্যা করতে চেয়েছেন। কারণ, আন্দোলনটা থেমে গেলে উনি নিজের জায়গায় ভালোভাবে টিকে থাকতে পারবেন। কিন্তু যতদিন না বিচার পাব ততদিন আমরা আন্দোলনে থাকব।’
এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়নি। পরিবার মিথ্যা কথা বলছে। সেই প্রসঙ্গে নির্যাতিতার মা বলেন, ‘মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন। উনি বলেছিলেন আপনারা তো একটা টাকা পাবেন। মেয়ের স্মৃতির জন্য কিছু একটা তৈরি করে রাখবেন। আমি তখন বলেছিলাম, যখন আমার মেয়ে বিচার পাবে, তখন আপনার দপ্তরে গিয়ে সেই টাকা নিয়ে আসব।’