পুরীতে অতি গভীর নিম্নচাপ, প্রবল বৃষ্টির আশঙ্কা, এই জেলাগুলিতে সতর্কবার্তা জারি
আজ তক | ১০ সেপ্টেম্বর ২০২৪
আবারও নিম্নচাপের দাপট। বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপের প্রভাবে বুধবার ও বৃহস্পতিবার দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্যের উপকূলবর্তী জেলা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে আগামী কয়েকদিনে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা এবং পার্বত্য অঞ্চলে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
তাপমাত্রা ও আর্দ্রতা: কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই মেঘলা আকাশের কারণে তাপমাত্রা কমেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, এবং সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৪ থেকে ৯৪ শতাংশ থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অব্যাহত থাকবে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা: বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বইতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে সমুদ্র উত্তাল থাকবে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং মঙ্গলবার দুপুর পর্যন্ত তাদের জন্য সতর্কবার্তা জারি রাখা হয়েছে।
নিম্নচাপের অবস্থান ও গতিবিধি: বর্তমানে এই অতি গভীর নিম্নচাপটি ওড়িশার পুরীর কাছে অবস্থান করছে এবং আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি ওড়িশা পার হয়ে ছত্তীসগঢ়ের দিকে অগ্রসর হবে। তবে এটি শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: আজ পশ্চিম মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।