'নির্যাতিতার দেহ সৎকার হওয়ার ফলে কি আর সুবিচার মিলবে না?', জানালেন প্রাক্তন CBI আধিকারিক
আজ তক | ১০ সেপ্টেম্বর ২০২৪
আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। তরুণীর দেহ কেন তড়িঘড়ি সৎকার করে দেওয়া হল তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন। অনেকে বলছেন তরুণীর দেহ সৎকার করে দেওয়ার জেরে দোষীরা শাস্তি পাবে না। তথ্য প্রমাণ না পাওয়ায় সুবিচার পাবে না নির্যাতিতার পরিবার? যদিও মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর হাতে। সিবিআই কি পারবে এই ঘটনার শিকড় পর্যন্ত পৌঁছাতে? তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন সিবিআই-এর প্রাক্তন আধিকারিক উপেন বিশ্বাস।
অনেকে অভিযোগ করছেন, সিবিআই-এর হাতে কেস অনেক পরে দেওয়া হয়েছে। তা নিয়ে উপেন বিশ্বাস বলেন, 'সিবিআই সাধারণত অনেক পরেই কেস পেয়ে থাকে। এটা নতুন কিছু নয়। প্রথমে সাধারণত লোকাল পুলিশ কেস করে। তারপর সিআইডি। তারপর কোর্টের অর্ডারে বা রাজ্যের ইচ্ছেয় কেস আসে সিবিআই-এর হাতে। সুতরাং সিবিআই-এর কাছে কেস আসতে দেরি হবেই। সেজন্য সিবিআই-র কাছে এই ধরনের কেস সমাধান করার অভিজ্ঞতা থাকে। সিবিআই ভালোভাবেই জানে, তারা ঘটনার পরপরই তার তদন্তভার হাতে পেয়ে যাবে না।'
তথ্য প্রমাণ নষ্টের যে অভিযোগ উঠেছে তা নিয়ে উপেন বিশ্বাসের দাবি, সিবিআই-এর এসব নিয়ে বিচলিত হওয়া উচিত নয়। তাদের কাজই সেগুলো সংগ্রহ করা। তিনি বলেন, 'অনেকে বলছেন তথ্য প্রমাণ নষ্ট হয়েছে। তবে তাতেই কেস হবে না, এমনটা হতে পারে না। সিবিআইও জানে তাতে কিছু আসে যায় না। তথ্য প্রমাণ কীভাবে সংগ্রহ করতে হয় সেটা আধিকারিকদের ভালোভাবে জানা আছে।'
প্রাক্তন সিবিআই আধিকারিক আরও জানান, যদি আরজি করের চিকিৎসক মৃত্যুর ঘটনায় কেউ কিছু করে থাকে তাহলেও সিবিআই তাকে দিয়ে ঠিক স্বীকারোক্তি করিয়ে নেবে। তবে মানুষ যেভাবে চাইছে সেভাবে সঙ্গে সঙ্গে কিছু হবে না বলেও দাবী করেন উপেন বিশ্বাস। বলেন, 'তদন্ত প্রক্রিয়া কখনও ইনস্ট্যান্ট কফি নয়। এখনই করে দাও বললে হবে না। সঠিক তদন্তের জন্য সময় লাগে। এক্ষুণি বিচার চাই বললেই তা হবে না। আমাদের দেশের বিচার ব্যবস্থা ক্যাঙ্গারু কোর্ট নয়। এখানে সময় লাগে। সঙ্গে সঙ্গে রেজাল্ট হবে না। সময় দিতে হবে।'
কোর্টে বিচার নিয়ে প্রতিক্রিয়া
উপেন বিশ্বাস বলেন, 'চার্জশিট পেশ করার পর হয়তো দেখা গেল কোর্টে গিয়ে সাক্ষী ঘুরে গেল। তদন্তের সময় হয়তো কেউ এক কথা বলেছে, কোর্টে গিয়ে আর এক কথা বলবে। এই সব বিষয়গুলো আছে। সেগুলো খেয়াল রাখতে হবে।'
রাজ্য সরকারের করা পোস্টমর্টেম রিপোর্টে কাজ করতে পারবে সিবিআই?
অনেকে দাবি করেছেন, রাজ্য সরকারের পোস্টমর্টেমেও গাফিলতি আছে। আবার দেহ সৎকার করায় নতুন করে পোস্টমর্টেম করা সম্ভব নয়। তাই তদন্ত প্রভাবিত হতে পারে। সেই প্রসঙ্গে উপেন বিশ্বাস বলেন, 'দেহ সৎকার হলেও পোস্টমর্টেম থেকে অনেক তথ্য পাওয়া যাবে। সিবিআই পারবে সেটা। রিপোর্টে কোথায় অসঙ্গতি রয়েছে তা ধরা সিবিআই-এর কাছে কোনও ব্যাপার নয়। যদি অসঙ্গতি থাকে তাহলে সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কারা করেছে পৌস্টমর্টেম, কারা জড়িত এর সঙ্গে এই সব তথ্য তখন জোগাড় করা হবে।'