• অরিন্দম শীলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে থানায় এফআইআর দায়ের
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিপাকে পরিচালক অরিন্দম শীল। শ্লীলতাহানির অভিযোগে ডিরেক্টর অ্যাসোসিয়েশন থেকে আগেই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড হয়েছেন তিনি। এবার তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করলেন অভিনেত্রী। চলতি বছরের ৩ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনার আমতলায় একটি রিসর্টে শ্যুটিং চলছিল। অভিযোগ, পরিচালক অরিন্দম শীল সেই সময়েই তাঁর শ্লীলতাহানি করেন। এর আগে এই অভিযোগে রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছিলেন ওই অভিনেত্রী। তাঁর অভিযোগ, একটি ঘনিষ্ঠ দৃশ্য বোঝাতে গিয়ে শ্লীলতাহানি করেন পরিচালক। ওই অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে রাজ্য মহিলা কমিশন ডেকে পাঠায় পরিচালক অরিন্দম শীলকে। সেই মর্মে হাজিরা দিয়ে নিজের বক্তব্য রাখেন পরিচালক। সেই ঘটনার মাঝেই এফআইআর দায়ের হওয়ায় বিপাকে পড়লেন পরিচালক অরিন্দম শীল। তাঁকে সাসপেন্ড করার বিষয়ে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সম্পাদক সুদেষ্ণা রায় আগেই জানিয়েছিলেন, ‘আমরা সাসপেন্ড করেছি। গিল্ডের অন্যান্য সদস্যরা যদি নীতিগতভাবে তাঁর সঙ্গে কাজ করেন, তাহলে তিনি কাজ করতে পারবেন।’
  • Link to this news (বর্তমান)