• স্টেশন মাস্টারের গাফিলতিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ! বিক্ষোভ বড়গাছিয়ায়
    বর্তমান | ১০ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রেল কর্তৃপক্ষের গাফিলতিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ! সেই কারণে গতকাল, মঙ্গলবার রাতে হাওড়া-আমতা শাখার বড়গাছিয়া স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ ডাঁসি স্টেশনের কাছে হাওড়া-আমতা লাইনের পাশে এক ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন নিত্যযাত্রীরা। আধ-ঘণ্টা পর হাওড়া-আমতা লোকাল ডাঁসি স্টেশনে ঢুকলে যাত্রীরা ট্রেনে করেই ওই ব্যক্তিকে উদ্ধার করে বড়গাছিয়াতে নিয়ে যান। অভিযোগ, সেখানে স্টেশন মাস্টারকে দীর্ঘক্ষণ অনুরোধ করার পরেও অসুস্থ ওই ব্যক্তিকে ট্রেন থেকে নামিয়ে চিকিৎসার কোনও ব্যবস্থা করা হয়নি। তারপরে অসুস্থ ওই ব্যক্তিকে নিয়েই ট্রেনটি আমতার দিকে চলে যায়। এদিকে বড়গাছিয়াতে স্টেশন মাস্টারকে ঘিরে ক্ষোভ দেখান যাত্রীরা। সূত্রের খবর, ট্রেনটি আমতা স্টেশনে পৌঁছলে পুলিস ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যদিও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ চট্টোপাধ্যায় (৫৫)। তাঁর বাড়ি হুগলির জাঙ্গিপাড়ার ভান্ডারহাটিতে।
  • Link to this news (বর্তমান)