রবিবার রাতে যাদবপুর আর্টিস্ট ফোরামের উদ্যোগে রাস্তাজুড়ে লেখা হয়েছিল বিভিন্ন স্লোগান, গানের লাইন। বিচার চেয়ে ‘জাস্টিস ফর আরজি কর’ এর পাশাপাশি লেখা হয়েছিল, ‘কন্যাশ্রী চাই না’, ‘লক্ষ্মীর ভাণ্ডার চাই না’, ‘চাই বিচার’। স্লোগানের পাশাপাশি সমগ্র রাস্তায় আঁকা হয়েছিল নানান ধরনের ছবি। তারইমধ্যে যাদবপুর এলাকার রাস্তায় একটি লেখা নজরে আসে পুলিসের। যেখানে লেখা ছিল "সশস্ত্র বিপ্লব চাই"। এরপরেই দেশের সার্বভৌমত্ব, অখণ্ডতা ও ঐক্য বিপন্নের প্রচেষ্টার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১৫২ ধারায় মামলা দায়ের করে পুলিস। অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে যাদবপুর থানায় এই মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ভারতীয় ন্যায় সংহিতায় দেশদ্রোহের মতো অপরাধকে সরিয়ে রেখে তার পরিবর্তে ভারতের সার্বভৌমত্ব, একতা এবং অখণ্ডতাকে বিপন্ন করাকে অপরাধ হিসাবে বিবেচিত করা হয়েছে। এবং সেই অপরাধের জন্য নির্দিষ্ট সাজার কথাও বলা রয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, অবিলম্বে যদি সব চিকিৎসকরা কাজে যোগ দেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। তবে যদি এরপরও কর্মবিরতি জারি থাকে, তাহলে রাজ্য সরকার নিজের মতো করে পদক্ষেপ করতে পারবে।