গোরু পাচার মামলায় জামিন পেলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা। মঙ্গলবার তাঁর জামিনের আর্জি মঞ্জুর করেছে দিল্লি হাইকোর্ট। গত বছর এপ্রিল মাসে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করেছিল ইডি।ইডি-র দিল্লি অফিসে ডেকে পাঠিয়ে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সুকন্যাকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর ২০২৩ সালের ২৬ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করে ইডি। প্রায় ১৫ মাস পরে জামিন পেলেন সুকন্যা মণ্ডল।প্রসঙ্গত, ওই একই মামলায় গ্রেপ্তার করা হয়ে তিহাড় জেলে বন্দি রয়েছেন সুকন্যার বাবা অনুব্রত মণ্ডল।
অনুব্রতকে গ্রেপ্তারের পর থেকেই তদন্তকারীদের স্ক্যানারে ছিলেন তাঁর মেয়ে। ইডি দাবি করেছিল, অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তি সম্পর্কে তাঁর কন্যার কাছে তথ্য রয়েছে। সুকন্যা কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের জানিয়েছিলেন, সম্পত্তি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর তাঁর বাবা এবং তৎকালীন হিসাবরক্ষক মণীশ কোঠারিই দিতে পারেন। তদন্তে অসহযোগিতা করা হচ্ছে বলে সুকন্যার বিরুদ্ধে অভিযোগ করে ইডি। পরবর্তীকালে অনুব্রত ও তাঁর কন্যাকে মুখোমুখি বসিয়েও জেরা করা হয়েছে।
গ্রেপ্তারের পর বাবার মতোই সুকন্যার ঠাঁই হয়েছিল তিহাড় জেলে। এর আগে একাধিকবার জামিনের জন্য আবেদন করেছিলেন সুকন্যা। অবশেষে, মঙ্গলবার জামিন পেলেন তিনি। প্রসঙ্গত, গত জুলাই মাসে সিবিআইয়ের গোরু পাচার মামলায় জামিন পান অনুব্রত মণ্ডলও। সিবিআইয়ের মামলায় তিনি জামিন পেলেও ইডির মামলা এখনও ঝুলে রয়েছে দিল্লি হাই কোর্টে। সেই কারণে তিহাড় জেল থেকে মুক্তি পাননি অনুব্রত।