স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা-র ইস্তফা-সহ পাঁচ দফা দাবিতে মঙ্গলবার মিছিল করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। আরজি কর কাণ্ডের প্রতিবাদে এখনও আন্দোলনে জুনিয়র ডাক্তারদের সংগঠন। সুপ্রিম কোর্ট চিকিৎসা পরিষেবার কাজে ফেরার নির্দেশে দেওয়ার পরেও অনড় চিকিৎসকেরা।এ দিন করুণাময়ী থেকে দুপুর বারোটা নাগাদ মিছিল শুরু হয় ডাক্তারদের। এর আগে লালবাজার অভিযানের সময় হাতে শিরদাঁড়া নিয়ে মিছিল করতে দেখা গিয়েছিল ডাক্তারদের। এ বার প্রতীকী ব্রেন, চোখ নিয়ে মিছিল চিকিৎসকদের। স্লোগান উঠল ‘উই ডিম্যান্ড জাস্টিস’। আন্দোলনরত চিকিৎসকেরা জানান, স্বাস্থ্য ভবনের কর্তাদের তাঁরা ‘মস্তিষ্ক’ উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের কথায়, ‘এ বার অন্তত মাথা খাটিয়ে কাজ করুক স্বাস্থ্য ভবন।’ ডাক্তারদের সংগঠনের তরফে কিঞ্জল নন্দ বলেন, ‘আমাদের দাবি না মানা পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভ হবে।’
সুপ্রিম কোর্ট আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে যোগ দিতে বলেছে। শীর্ষ আদালত নির্ধারিত সময়ের মধ্যে কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তারেরা? এই জোরদার প্রশ্ন উঠেছে। ডাক্তারদের দাবি, বিকেল পাঁচটার মধ্যে তাঁদের পাঁচ দফা দাবি পূরণ করতে হবে। ধর্ষণ ও খুনে জড়িতদের দ্রুত বিচার, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের ইস্তফা এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি আন্দোলকারীদের।
ডাক্তারদের মিছিলের জন্য স্বাস্থ্য ভবনের সামনের কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। স্বাস্থ্য ভবনে প্রবেশের সব গেটে রয়েছে ব্যারিকেড। মোতায়েন রয়েছেন প্রচুর পুলিশকর্মী। স্বাস্থ্য ভবনের সামনে মিছিল আটকে দেওয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। অন্যদিকে, চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, তাঁদের আটকানো হলে স্বাস্থ্য ভবনের সামনেই অবস্থান বিক্ষোভ করবেন তাঁরা।