• মুখ্যমন্ত্রীর ডাকেও সাড়া না দিয়ে কর্মবিরতিতে অনড় ডাক্তাররা
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • বিকেল ৫টা বাজলেও সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কর্মবিরতি প্রত্যাহার করলেন না জুনিয়র চিকিৎসকেরা। স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন ডাক্তাররা। তাঁদের দাবি না মানা হলে অবস্থান বিক্ষোভ চলবে বলে জানানো হয়েছে। অন্যদিকে, বিক্ষোভ চলার মাঝেই নবান্ন থেকে জুনিয়র ডাক্তারদের একটি ইমেল করা হয়।স্বাস্থ্যসচিবের সেই মেলে ডাক্তারদের ১০ জনের প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য ডেকে পাঠানো হয়। নবান্ন সূত্রে জানা যায়, জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় অপেক্ষা করেছেন। মেল পাঠানোর পর প্রায় ৮০ মিনিট অপেক্ষা করে সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ তিনি বাড়ি ফিরে যান। অন্যদিকে, নবান্নের মেল পাওয়ার পর জুনিয়র ডাক্তারদের তরফে জানানো হয়, আমরা কাল থেকে বলছি আমাদের পাঁচ দফা দাবি নিয়ে সরকার সদর্থক বার্তা দিক। এই মেলকে আমরা সদর্থক বার্তার কিছু দেখছি না। তাঁদের এক প্রতিনিধি বলেন, ‘এই অপমানজনক মেল-এ আমরা সাড়া দিতে পারছি না। নির্দিষ্ট কোনও মেল বা বয়ান আসুক। কোনও ১০ জন নয়, প্রতি কলেজের প্রতিনিধি দলকে ডাকলে আমরা যাব।’

    এদিন করুণাময়ী থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন যান জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য ভবনের থেকে কিছুটা দূরে তাঁদেরকে আটকে দেওয়া হয়। সেখানেই বিকেল থেকে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন তাঁরা। তাঁদের বিক্ষোভের মাঝে স্বাস্থ্য ভবন থেকে জানায় হয়, চিকিৎসকদের একটি প্রতিনিধি দল ভিতরে এসে কথা বলতে চাইলে তাঁদের স্বাগত জানানো হবে। পাল্টা চিকিৎসকদের তরফে জানানো হয়, তাঁরা এদিন ডেপুটেশন জমা দিতে আসেনি। তাঁরা যে দাবিগুলি রাখছেন, সেগুলি না মানা পর্যন্ত তাঁরা উঠবেন না। অনির্দিষ্টকালের জন্য তাঁরা এই বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান।

    প্রসঙ্গত, মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। সেই বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের জানিয়ে দেন, আরজি কর হাসপাতালের ঘটনা বা আন্দোলন এবং চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে যা বলার তিনিই বলবেন। অন্য কেউ কোনও মন্তব্য করবেন না। এরপর স্বাস্থ্যসচিবের ইমেল থেকে মেল পাঠানো হয় আন্দোলনকারী চিকিৎসকদের কাছে। এদিনের বৈঠকে ঠিক হয়, আগামী ১২ সেপ্টেম্বর সমস্ত মেডিক্যাল কলেজের অধক্ষ্য, এমএসভিপি, সিএমওএইচ, সমস্ত জেলাশাসক, এসপি, পুলিশ কমিশনারদের নিয়ে রাজ্যের মেডিক্যাল কলেজ, হাসপাতালগুলিতে সুরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (এই সময়)