কর্মবিরতি অব্যাহত, সব মেডিক্যাল কলেজের MSVP-অধ্যক্ষদের বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী
প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৪
নব্যেন্দু হাজরা: রাজ্যজুড়ে স্বাস্থ্যব্যবস্থায় কার্যত অচলাবস্থা চলছে। এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মেডিক্যাল কলেজগুলির আউটডোরগুলির বেহাল দশা। এমন পরিস্থিতিতে আগামী ১২ তারিখ, বৃহস্পতিবার নবান্ন সভাঘরে রাজ্য়ের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কর্মবিরতি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু তাতেও চিঁড়ে ভেজেনি। পালটা রাজ্যকেই ডেডলাইন বেঁধে দেন আন্দোলনতর জুনিয়র চিকিৎসকরা। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাঁদের পাঁচ দাবি মানতে হবে। তবেই তাঁরা কাজে ফেরার প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করবেন বলে জানিয়েছিলেন। রাজ্যের দাবি না মানায় কাজে ফেরেননি জুনিয়র চিকিৎসকরা। ফলে স্বাস্থ্য পরিষেবা কার্যত বেহাল। এমন পরিস্থিতিতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
নবান্নের বৈঠকে মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল এবং ডিরেক্টরদের ডাকা হয়েছে। বৈঠকে জেলাশাসক, পুলিশ সুপার, কমিশনারেটের সিপি, এমএসভিপি, সিএমওএইচদের থাকারও নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আলোচনা হবে।