• ১৪ হাজার কাশির সিরাপের বোতল বাজেয়াপ্ত কৃষ্ণনগরে
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর ও সংবাদদাতা, করিমপুর: সোমবার রাতে ১৪ হাজার বোতল কাশির সিরাপ বাজেয়াপ্ত করল কৃষ্ণনগর পুলিস জেলা। একজন পাচারকারী গ্রেপ্তার হয়েছে। জানা গিয়েছে, মুরুটিয়া থানা এলাকা থেকে ১২ হাজার ৩০০ বোতল ও ভীমপুরে ১৫০০ বোতল কাশির সিরাপ উদ্ধার হয়। ভীমপুর থানার পুলিস মুর্শিদাবাদের ইনামুল মোল্লা নামে একজন পাচারকারীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হলে সাতদিন পুলিসি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

    ডিএসপি শিল্পী পাল বলেন, মুর্শিদাবাদের সাগরপাড়া থেকে গাড়ি করে কৃষ্ণগঞ্জের দিকে কাশির সিরাপ নিয়ে যাচ্ছিল। সেই সময় অভিযান চালিয়ে পাচারকারীকে ধরা হয়েছে। ধৃত আগে সৌদি আরবে কাজ করত। তারপর সেখান থেকে ফিরে পাচারের কাজে যুক্ত হয়।

    সোমবার সন্ধ্যায় মুরুটিয়া থানার শিঙিডাঙার কদমতলায় শশাঙ্ক বিশ্বাসের নির্মীয়মাণ বাড়িতে অভিযান চালায় পুলিস ও বিএসএফ। নির্মীয়মাণ ওই ভবনে তল্লাশি চালিয়ে ১২ হাজার ৩০০ বোতল কাশির সিরাপ বাজেয়াপ্ত করে। যার বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। তেহট্টের এসডিপিও শুভতোষ সরকার বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে পাচার বন্ধে দীর্ঘদিন ধরেই বাড়তি নজরদারি চালানো হচ্ছে। কাশির সিরাপ বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে জড়ো করা হয়েছিল। ওই বাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে পুলিস।
  • Link to this news (বর্তমান)