• রাজ্যস্তরের আঁকা প্রতিযোগিতায় দ্বিতীয় দাসপুরের সঞ্চিতা
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ঘাটাল: ‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে’-এই থিমের উপর ছবি এঁকে শিক্ষাদপ্তর আয়োজিত অঙ্কন প্রতিযোগিতায় রাজ্যে দ্বিতীয় হল সঞ্চিতা পাল। সে দাসপুর-২ ব্লকের কুল্টিকরী ক্ষীরোদাময়ী হাইস্কুলের দ্বাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্রী।

    সম্প্রতি কলকাতার সল্টলেকে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ওই আঁকা প্রতিযোগিতার আয়োজন করে। সঞ্চিতার স্কুলের শিক্ষক সমীরণ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের প্রায় ১৫০ প্রতিযোগীর মধ্যে আমাদের স্কুলের সঞ্চিতা দ্বিতীয় হয়েছে। তার এই সাফল্য স্কুলের অন্য ছাত্রছাত্রীদের খুব উৎসাহিত করেছে।

    ২০২৪-’২৫ সালজুড়ে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সুবর্ণজয়ন্তী উৎসব উদযাপিত হচ্ছে। সেই উপলক্ষে শিক্ষা সংসদের তরফে নানা প্রতিযোগিতার আয়োজন চলছে। তার মধ্যে অন্যতম আঁকা প্রতিযোগিতা। সমীরণবাবু জানালেন, জুলাই মাসের শেষদিকে এনিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সমস্ত স্কুল থেকে একাদশ বা দ্বাদশ শ্রেণির একজন করে পড়ুয়ার অংশ নেওয়ার কথা বলা হয়েছিল। সেই অনুযায়ী সঞ্চিতার আঁকা একটি ছবি মেদিনীপুর রিজিয়নে পাঠানো হয়। সেখানে ছবিটি মনোনীত হলে সঞ্চিতা রাজ্যস্তরের আঁকা প্রতিযোগিতায় ডাক পায়। সেখানে দুর্দান্ত ছবি এঁকে সঞ্চিতা স্কুলের মুখ উজ্জ্বল করেছে।

    সঞ্চিতার বাবা শোভারঞ্জন পাল পেশায় স্বর্ণশিল্পী। মা কবিতা পাল গৃহবধূ। তাঁরা জানান, পড়াশোনার পাশাপাশি সঞ্চিতা ছবি আঁকতে খুব ভালোবাসে। সময় পেলেই রং-তুলি নিয়ে বসে পড়ে। সঞ্চিতা বলে, ছবি আঁকতে বসলে আমার মানসিক ক্লান্তি দূর হয়। মনের অনেক কথা ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতে পারি। তাই পড়াশোনার পাশাপাশি ছবি আঁকার অভ্যাসও চালিয়ে যেতে চাই। 
  • Link to this news (বর্তমান)