• নন্দকুমারে ট্যাঙ্কার থেকে উদ্ধার ২৫টি গোরু
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, তমলুক: নন্দকুমার হাইরোড মোড়ে ট্যাঙ্কারের ভিতর থেকে ২৫টি গোরু আটক করল পুলিস। ওই ট্যাঙ্কারের পিছনের অংশ কেটে ডালা সেট করে গোরু ওঠানো, নামানো হতো।

    মঙ্গলবার বেলা ১২টা নাগাদ ওই ট্যাঙ্কারটি কাঁথির দিক থেকে কোলাঘাটের দিকে যাচ্ছিল। ট্যাঙ্কারের পিছনের অংশ দেখে হাইরোড মোড়ে ট্রাফিক গার্ডের সন্দেহ হয়। তাঁরা গাড়ি থামাতেই ড্রাইভার ও খালাসি নিমেষের মধ্যে নেমে দৌড় শুরু করে। নরঘাটের দিকে দু’জনে ছুটে পালাতেই পুলিসও পিছু নেয়। ভরদুপুরে রাস্তার উপর ওই দৃশ্য দেখে অনেকেই হকচকিয়ে যান। যদিও ওই দু’জনকে পুলিস ধরতে পারেনি।

    এরপর ট্যাঙ্কারটি থানায় এনে ভিতর থেকে ২৫টি গোরু বের করা হয়। এর আগে ভূপতিনগর থানার ইটাবেড়িয়ায় একইভাবে ট্যাঙ্কারের ভিতর গোরু নিয়ে যাওয়ার সময় পুলিস আটক করেছিল। নন্দকুমার থানার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। গাড়িতে গোরু পাচারে ধরা পড়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য ট্যাঙ্কারে লুকিয়ে গোরু পাচার চলছিল বলে পুলিস মনে করছে।
  • Link to this news (বর্তমান)