• খাটের নীচে গোপন কুঠুরি থেকে উদ্ধার হল ২০০ কেজি গাঁজা
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, দিনহাটা: খাটের নীচে গোপন কুঠুরি। সেখানেই লুকিয়ে থরে থরে গাঁজা। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। পুলিসের অভিযানে বেরিয়ে এল ২১ প্যাকেট গাঁজা। পরিমাণ প্রায় ২০০ কেজি। এখানেই শেষ নয়, বাড়ি থেকে উদ্ধার হল দু’লক্ষ ৮৩ হাজার টাকাও। দিনহাটা-২ ব্লকের রাখালমারিতে সোমবার রাতে অভিযান হয়। দিনহাটা মহকুমা পুলিস আধিকারিক ধীমান মিত্রর নেতৃত্বে চলা বিশেষ অভিযানে বাড়ির মালিক শচীন রায়কে মাদক পাচার আইনি গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার কোচবিহারে এনডিপিএস আদালতে তোলা হলে অভিযুক্তের তিন দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

    এই ব্যাপারে কোচবিহার জেলা অতিরিক্ত পুলিস সুপার (হেডকোয়ার্টার) কৃষ্ণ গোপাল মিনা বলেন, সাহেবগঞ্জ থানার অধীন রাখালমারিতে শচীন রায়ের বাড়ি থেকে প্রায় ২০০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সঙ্গে দু’লক্ষ ৮৩ হাজার টাকাও উদ্ধার হয়েছে। আগস্ট মাসে বাংলাদেশে ডামাডোলের সময় থেকে আন্তর্জাতিক সীমান্তে  চরম কড়াকড়ি। সীমান্তে জওয়ানের নজরদারির পাশাপাশি সিসিক্যামেরা লাগানো হয়েছে। প্রহরীর সংখ্যাও বেড়েছে। এই পরিস্থিতিতে পাচারের চেষ্টা কমানো গিয়েছে। ওই দেশের পরিস্থিতি অনুকূলে এলে পাচার বাড়তে পারে। তার আগে গাঁজা মজুত হচ্ছে সীমান্তের কিছুটা দূরের এলাকায়। সম্প্রতি বাঁশ বাগানের মাঝের খড়ের আড়ালে লুকিয়ে থাকা গাঁজা উদ্ধার করে বিএসএফ। এরপর খোলা জায়গায় গাঁজা লুকোনোর সাহস করছে না চোরাচালানকারীরা। সাহেবগঞ্জ থানার রাখালমারি এলাকায় গাঁজা লুকানোর নতুন পরিকল্পনা করে শচীন রায়। বাড়ির সবার ঘরে তৈরি করেন গোপন কুঠুরি। গোপন কুঠুরিতে ঢোকার রাস্তা করা হয়। সেই রাস্তার উপরে রাখা হয় খাট। পুলিসের চোখে ধুলো দিতেই এই পরিকল্পনা তার। গোপন সূত্রে খবর পেয়ে কুঠুরির হদিস পায় পুলিস। খাট সরাতেই বেরিয়ে আসে গোপন ঠিকানার রাস্তা। সেখান থেকে ২০০ কেজি গাজা উদ্ধার হয়।
  • Link to this news (বর্তমান)