• জলমগ্ন মানিকচকে ত্রাণ নিয়ে হাজির নতুন প্রজন্ম
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: প্রায় মাসখানেক জলমগ্ন মালদহের মানিকচকের বিস্তীর্ণ এলাকা। দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে বিভিন্ন এলাকায় হাজির হচ্ছেন পুরাতন মালদহের নতুন প্রজন্মের কয়েকজন তরুণ। মঙ্গলবার তাঁরা জীবনের ঝুঁকি নিয়ে নৌকা করে জলমগ্ন এলাকায় দুর্গতদের কাছে পৌঁছে যান। সেখানে দিনভর অসংখ্য মানুষকে খিচুড়ি এবং ডিম বিতরণ করেছেন তাঁরা।

    এদিন ভূতনিতে গিয়ে তাঁদের ত্রাণ দেওয়া প্রথমবার নয়। সম্প্রতি দু’দিন চিঁড়ে, মুড়ি, জল, ওষুধ নিয়ে সেখানে গিয়েছিলেন। সাধ্য অনুযায়ী সবরকমভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছেন তাঁরা। 

    নতুন প্রজন্মের পথ চলা শুরু ২০১৮ সাল থেকে। তখন থেকেই সীমিত সামর্থ্যের মধ্যে টানা সমাজসেবা করে যাচ্ছে সংগঠন। কেউ বিপদে পড়লে ঠিক পৌঁছে যান সদস্যরা। করোনার সময়ও তাঁরা বিশেষ ভূমিকা পালন করেছিলেন। মালদহ স্টেশনে একটানা ৭৮ দিন তাঁরা প্রতিদিন গড়ে ২০০ জন করে পরিযায়ী শ্রমিক এবং অসহায়দের খাবার তুলে দিয়েছিলেন। এছাড়া বেশকিছু অক্সিজেন সিলিন্ডার দিয়েছিলেন রোগীদের জন্য। এলাকার কোনও দুঃস্থ পরিবারের মেয়ের বিয়ে দিতে সমস্যা হলে সাহায্যের হাত বাড়িয়ে দেন নতুন প্রজন্মের সদস্যরা। এখনও পর্যন্ত সাতটি দুঃস্থ মেয়ের বিয়ের সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন ৪০ জন সদস্য। 

    এছাড়া সুন্দরবনে ঝড়ে ক্ষতিগ্রস্তদের সাহায্য, পুরুলিয়ায় আদিবাসী এবং আলিপুরদুয়ারে চা বাগানে অনেক পরিবারকে পুজোর ড্রেস দেওয়া হয়েছিল। সংগঠনের সম্পাদক হারাধন সাহা, কোষাধ্যক্ষ হিসেবে রয়েছে চিরঞ্জিত সাহা। অন্যতম সদস্য সুমন কর্মকার, অপু কর্মকার, সঞ্জয় ঘোষেরা রয়েছেন। হারাধন বলেন, দুর্গতদের সাহায্য করতে আমরা তিনদিন ভূতনি গিয়েছিলাম। মঙ্গলবার দুর্গতদের খিচুড়ি এবং ডিম দিয়েছি। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
  • Link to this news (বর্তমান)