• জলসঙ্কটে বারোশো পরিবার
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, রায়গঞ্জ: জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পিপলান জল সরবরাহ প্রকল্পের পাইপ ফেটে যাওয়ায় এক মাস জলসঙ্কটে ভুগছে রায়গঞ্জের বিরঘই গ্রাম পঞ্চায়েতের প্রায় বারোশো পরিবার।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একমাস আগে গ্যাসের পাইপ লাইনের কাজের জন্য মাটি খুঁড়তে গিয়ে রূপাহার সংলগ্ন এলাকায় জলের পাইপ ফেটে যায়। বাধ্য হয়ে জল সরবরাহ বন্ধ করে দেয় প্রশাসন। এতে বিরঘই গ্রাম পঞ্চায়েতের তুলসীপাড়া, মহাদেবপুর, রূপাহার, উত্তর রূপাহার এবং সারাই অঞ্চলের পাঁচ হাজার মানুষ জল পাচ্ছেন না। 

    রূপাহারের বাসিন্দা শিবু সরকার বলেন, পাইপ ফেটে যাওয়ার জন্যই আমরা পানীয় জল পাচ্ছি না। জলের অভাবে বাড়ির অন্য কাজ করতে সমস্যা হচ্ছে। এখন নলকূপের আয়রন জল খাচ্ছি। নাহলে এক কিমি দূরে যেতে হচ্ছে জল আনতে। 

    মহাদেবপুরের অধীর সরকারের কথায়, ২০২১ সালে জলপ্রকল্প চালু হওয়ার পর থেকে দিনে তিনবার জল পেতাম। এখন কিনে খেতে হচ্ছে। একমাস হতে চললেও প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। জল সঙ্কটের কথা স্বীকার করে নিয়েছেন বিরঘই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কনক বর্মন। তাঁর মন্তব্য, জলের সমস্যার কথা সাধারণ মানুষ বেশ কয়েকবার জানিয়েছেন। আমরাও ব্লক ও জেলা প্রশাসনকে অনেক বার বলেছি। দ্রুত ঠিক করার প্রতিশ্রুতি দেওয়া ছাড়া আমাদের এখন কিছু করার নেই। প্রশাসন বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নিলে সবার ভালো হয়। উত্তর দিনাজপুর জেলার জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার পূর্ণিমা ঘটক বলেন, প্রায় ৪০০ মিটার লম্বা পাইপ ফেটে যাওয়ায় মেরামত করতে অনেকটা সময় লাগছে। অল্প জায়গায় হলে দ্রুত সারিয়ে দেওয়া যায়। এত বড় অংশে পাইপ ফেটে যাওয়ায় টেন্ডারের জন্য খরচের হিসেব তৈরি করা হয়েছে।  দ্রুত ওই এলাকায় জল সরবরাহ স্বাভাবিক করা হবে।
  • Link to this news (বর্তমান)