• বিষ্ণুর দশ অবতারকে থিম করেছে এয়ারভিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশন
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • সন্দীপন দত্ত, মালদহ: মর্ত্যে যখনই কোনও অশুভ শক্তি মাথাচাড়া দিয়েছে তখনই বিভিন্ন রূপে বিষ্ণুর আগমন ঘটেছে। বর্তমান সমাজে খুন, ডাকাতি, ধর্ষণের মতো অশুভ শক্তিকে বিনাশ করতেই বিষ্ণুর দশ অবতারকে থিম হিসেবে ফুটিয়ে তুলছে ইংলিশবাজার শহরের আইটিআই মোড় অঞ্চলের এয়ারভিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশন। পুজোয় প্রতি বছরের মতো এবছরও থাকছে থিমের চমক। 

    এয়ারভিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অসীম দাস বলেন, আমরা জানি যে বিষ্ণু যুগে যুগে অবতীর্ণ হয়ে অশুভ শক্তিকে বিনাশ করেছেন। তারই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের এই থিমের ভাবনা। কারণ, বর্তমানে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছি, সেখানে আমরা চারদিকে খুন, রাহাজানি, ধর্ষণ সহ নানা ধরনের অপরাধ দেখছি। এসবের মূলেই রয়েছে অশুভ শক্তি। সেই অশুভ শক্তিকে বিনাশ করতেই ভগবান বিষ্ণুর দশ অবতারকে আমরা এবার থিম করেছি। 

    এবছর পুজোয় এয়ারভিউ কমপ্লেক্স পুজো কমিটির বিশেষ আকর্ষণ বাঁশের লাইটিং। বাঁশ দিয়ে ছোট বড় বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করা হচ্ছে। তারপর সেই সমস্ত বাঁশের সামগ্রীগুলির মধ্যে বিভিন্ন রকমের আলো দেওয়া হবে। পুজো প্যান্ডেলের ভিতরের দেওয়াল বাঁশের আলোক সজ্জায় সাজিয়ে তোলা হবে। মূলত আলো দিয়েই বিষ্ণুর দশ অবতার ফুটিয়ে তোলা হবে। আর এই পুরো কাজটাই করছেন মালদহ জেলার আদিবাসী শিল্পীরা। 

    পুজো কমিটির সভাপতি মৈনাক পোদ্দার বলেন, আমাদের এবছরের থিম বিষ্ণুর দশ অবতার। যা আলোকসজ্জার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। এবারের পুজোয় আমরা আদিবাসী ভাই বোনেদের শামিল করেছি। তারাই বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের হস্তশিল্প তৈরি করছে। বাঁশের সেই বিভিন্ন কাজগুলিতে লাইট বসিয়ে আলোকসজ্জায় সজ্জিত করা হবে।

    এয়ারভিউ কমপ্লেক্স অ্যাসোসিয়েশনের পুজোর এবছর ২৮তম বর্ষে পদার্পণ করছে। তৃতীয়ায় তাঁদের পুজোর উদ্বোধন করবেন ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। পুজোয় প্যান্ডেলে সকলে মিলে জমজমাট আড্ডা তো থাকছেই, সেইসঙ্গে অষ্টমী ও নবমীতে সকলে মিলে একসঙ্গে ভোগ খাওয়া এখানকার বিশেষ রীতি। দশমীতে মা দুর্গার বিসর্জনের পর একাদশীতে থাকছে বিজয়া সম্মিলনী।
  • Link to this news (বর্তমান)