• দুর্গাপুজোর আগেই ঢেলে সাজছে ইংলিশবাজার শহর
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুজোর আগে ঢেলে সাজবে শহর। নাগরিক পরিষেবার সঙ্গে সঙ্গে আলোয় সাজিয়ে তোলা হবে গোটা শহরকে। কয়েক লক্ষ টাকা খরচ করে পুজোর আগে শহর সৌন্দর্যায়নের কাজ হাতে নিল ইংলিশবাজার পুরসভা। পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, নাগরিক পরিষেবার পাশাপাশি শহর যাতে সুন্দর থাকে আমরা তারই প্রচেষ্টা করছি। আমাদের শহরটা এমনিতে ছোট। কিন্তু এই শহরকে সৌন্দর্যায়নের মাধ্যমে আমরা সাজিয়ে তোলার চেষ্টা করছি। 

    পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই ক্ষেত্রে কিছু কাজ হবে গ্রিন সিটি মিশন প্রকল্পের অধীনে। বাকি কাজের জন্য পুরসভার নিজস্ব কোষাগার থেকে খরচ বহন করা হবে। চেয়ারম্যান আরও জানান, আমাদের শহরের পোস্টঅফিস মোড়ে একটি ফোয়ারা আছে। সেখানে রং করে নতুন করে কিছু আলো বসানো হচ্ছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিসের একটি কিয়ক্স আছে। সেটিকেও আলো দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। শহরের রবীন্দ্র অ্যাভিনিউয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, রথবাড়ি মোড় থেকে মালদহ টাউন স্টেশনে যাওয়ার রাস্তায় মালদহের রূপকার এবিএ গনিখান চৌধুরীর মূর্তি, সুকান্ত মোড়ে কবি সুকান্তর মূর্তি, নেতাজি মোড়ে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মুর্তি সহ শহরে যত মনীষীদের মূর্তি আছে সেই সব মূর্তিকে নতুন করে সাজিয়ে তোলা হবে।  ইংলিশবাজার শহরের রথবাড়ি মোড় থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যাওয়ার পথে উড়ালপুলের ঠিক পাশেই রাস্তার দু’ধারে লোহার কাঠামো দিয়ে কৃত্রিম ফুল তৈরি করা হচ্ছে। যার উপর সাদা রং করে বিভিন্ন আলো দিয়ে সেটিকে ফুটিয়ে তোলা হচ্ছে। কৃষ্ণেন্দুবাবু বলেন, রথবাড়ি মোড় আমাদের শহরের শুধু নয় গোটা জেলার একটি গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাটিও ভালো করে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করা হবে। এছাড়া শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে বিভিন্ন ঐতিহাসিক জায়গার ছবি বসানো হবে।
  • Link to this news (বর্তমান)