• মাটিগাড়ায় স্কুল বাস উল্টে দুই পড়ুয়া সহ জখম ৫
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: ফ্লাইওভারে ওঠার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে দুর্ঘটনার কবলে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের বাস। ঘটনায় জখম দুই ছাত্র সহ একজন শিক্ষক। জখম হয়েছেন বাসের চালক এবং খালাসিও। মঙ্গলবার দুপুর ২টা নাগাদ ঘটনাটি ঘটে মাটিগাড়া থানার অধীন মেডিক্যাল মোড় ফ্লাইওভারে। ঘটনার পরই স্থানীয় ব্যবসায়ী ও পথচলতি মানুষ দুর্ঘটনাগ্রস্ত বাসটির থেকে স্কুলের ছাত্র, শিক্ষকদের উদ্ধার করেন। স্থানীয়রাই জখম দুই ছাত্র সহ বাকিদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাটিগাড়া থানার পুলিস। এরপরই পুলিস দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে থানার তরফে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। দুপুর দুটো নাগাদ স্কুল ছুটির পর ওই স্কুল বাসটি কয়েকজন ছাত্র ও শিক্ষক নিয়ে শিব মন্দিরের দিকে যাচ্ছিল। আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মারে। বাসটি ডিভাইডারে ধাক্কা মারতেই স্কুলের ছাত্ররা আর্তনাদ শুরু করে দেয়। বাসের থেকে ছাত্র ও শিক্ষকদের চিৎকারে স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করেন। মাটিগাড়া থানার আইসি অরিন্দম ভট্টাচার্য জানিয়েছেন, জখমদের চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)