• কলেজ কাউন্সিলের সিদ্ধান্তের প্রতিবাদ
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, শিলিগুড়ি: থ্রেট কালচার ও পরীক্ষায় কারচুপির অভিযোগে তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী কলেজ কাউন্সিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানালেন ছাত্রছাত্রী। মঙ্গলবার সন্ধ্যায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের কাছে একাংশ ছাত্রছাত্রী লিখিতভাবে তাঁদের এই বক্তব্য জানান। তাঁরা উল্লেখ করেন, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। তাই এ ধরনের রিপোর্ট প্রত্যাহার করতে হবে। এভাবে কাউকে শাস্তি দেওয়া যায় না বলে দাবি তাঁদের। গোটা বিষয়টি একপেশে হয়েছে বলে জানান তাঁরা। প্রিন্সিপাল ডাঃ ইন্দ্রজিৎ সাহা বলেন, ছাত্রছাত্রীরা এসেছিল। ওরা লিখিতভাবে জানিয়েছে। যেহেতু তাদের দাবির বিষয়টি আগেই কলেজ কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত হয়েছে। আমার এককভাবে সিদ্ধান্ত নেওয়ার কোনও জায়গা নেই। তাই ওদের যে বক্তব্য বা অভিযোগ তা আমি কলেজ কাউন্সিলকে জানাব। বুধবার কলেজ কাউন্সিলের ফের মিটিং ডেকেছেন প্রিন্সিপাল।
  • Link to this news (বর্তমান)