• প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে চাইল না সিবিআই, ১৪ দিনের জন্য জেলযাত্রা
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর্থিক দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে রাখতে চায় না সিবিআই। মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে তোলা হয় সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিক্রম সিং ও আফসার আলিকে। সিবিআইয়ের আইনজীবী বলেন, আপাতত ধৃতদের জেল হেফাজতে পাঠানোর আর্জি জানাচ্ছি। কিন্তু ভবিষ্যতে ফের নিজেদের হেফাজতে নেওয়ার রাস্তাও খোলা রাখতে চায় সিবিআই, সেকথাও জানিয়ে দেন আইনজীবী। সবপক্ষের সওয়াল শুনে বিচারক চারজন ধৃতকেই ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের আবেদন মঞ্জুর করেন।

    সিবিআইয়ের আইনজীবী আদালতে বলেন, আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত আরও লোকজনের নাম খুঁজে পেয়েছি। তাঁদের ভূমিকা খতিয়ে দেখতে হবে। বেশকিছু ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে। তার মধ্যে মোবাইল ফোন, হার্ড ডিস্ক, ল্যাপটপ রয়েছে। সেগুলোকে পরীক্ষা করতে হবে। ক্লোনিংয়ের আবেদনও করা হয়েছে। সেই কারণে, সন্দীপ সহ চার অভিযুক্তকে আপাতত জেল হেফাজতেই রাখতে চায় সিবিআই। তবে আগামী দিনে আরও তথ্য প্রমাণ পেলে, ফের নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই। সে কথাও আইনজীবী জানিয়ে দেন। ৩ তারিখে গ্রেপ্তার হওয়ার পর ১০ তারিখ পর্যন্ত হেফাজতে নিয়েছিল সিবিআই। ১৪ দিনের মধ্যে এখনও ৭ দিন হাতে রাখতে চায় সিবিআই, সেকথা বলেন আইনজীবী। বিচারক এই বিষয়ে স্পষ্ট বলেন, ভবিষ্যতে কী হবে, তা নিয়ে আদালত এখনই মন্তব্য করবে না। শুধুমাত্র শারীরিক সমস্যার কথা উল্লেখ করে আফসার আলির জামিনের আবেদন করা হয়। সেই জামিনের আবেদন খারিজ হয়। বিক্রম সিংয়ের আইনজীবী বাজেয়াপ্ত হওয়া তাঁর জিনিসপত্র ফেরত্ নেওয়ার আবেদন জানান। সেই আবেদন খারিজ হয়ে যায়। শুনানি শুরুর আগেই বিচারক সকল অভিযুক্তকে জিজ্ঞেস করেন, হেফাজতে থাকাকালীন তাঁদের কোনও সমস্যা হয়েছে কি না। অভিযুক্তরা এই বিষয়ে কোনও অভিযোগ করেননি। এদিন প্রথমে সন্দীপকে ভার্চুয়ালি হাজির করার আবেদন করে সিবিআই। কিন্তু সেই আবেদন বাতিল করে দেয় আদালত। শেষ পর্যন্ত বিচারক সকলকে ফের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেন। 
  • Link to this news (বর্তমান)