• গোরু পাচার: জামিন অনুব্রতর মেয়ে সুকন্যার
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জামিন পেলেন অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা। গোরু পাচার মামলায় তিহারে বন্দি তিনি। তবে অবৈধ আর্থিক লেনদেনের তেমন উপযুক্ত প্রমাণ ইডি দিতে না পারায় মঙ্গলবার সুকন্যাকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। আজ বুধবার তিনি তিহার থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন বলেই জানিয়েছেন সুকন্যার আইনজীবী। ২০২৩ সালের ২৬ এপ্রিল থেকে বিচারবিভাগীয় হেফাজতে তিহার জেলে রয়েছেন সুকন্যা। গোরু পাচার মামলায় সিবিআইয়ের তদন্তে অনুব্রত মণ্ডলকে গত ৩০ জুলাই জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। তবে ইডি মামলায় তিনি এখনও তিহারেই রয়েছেন। 

    সুকন্যার জামিনের আবেদনের রায়ে মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি নীনা বনসল কৃষ্ণা বেশ কিছু শর্ত দিয়েছেন। বলা হয়েছে, ১০ লক্ষ টাকা ব্যক্তিগত জামিন বন্ড জমা করতে হবে। তদন্তের প্রয়োজনে আদালত যখনই ডাকবে আসতে হবে। ট্রায়াল কোর্টে তাঁর মামলা চলবে। আদালতকে না জানিয়ে তিনি বিদেশ যেতে পারবেন না। ছাড়া পেয়ে গোরু পাচার মামলায় কোনও সাক্ষীকে প্রভাবিত বা যোগাযোগ করতে পারবেন না। 
  • Link to this news (বর্তমান)