• প্রতিবাদেই স্কুলে যাইনি, শোকজের জবাব শিক্ষিকার 
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি করের ঘটনার প্রতিবাদ জানিয়েই ২৮ আগস্ট স্কুলে যাইনি। বিজেপির ডাকা ধর্মঘটের দিন স্কুল না-যাওয়ায় শোকজ লেটারের উত্তরে এমন কারণই দর্শালেন এক শিক্ষিকা। হাওড়ার উদং উত্তরপাড়া প্রাইমারি স্কুলের শিক্ষিকা নিতু সাহা পাড়ুই। তিনি উত্তরে লিখেছেন, ‘সুপ্রিম কোর্টও শান্তিপূর্ণ আন্দোলনের পক্ষেই মত দিয়েছে। এতে অংশ নেওয়া কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না বলেই জানিয়েছে সর্বোচ্চ আদালত। তাই এই অধিকার আমার রয়েছে।’ নিতু দেবী বলেন, আমার শিরদাঁড়া বিক্রি নেই। প্রয়োজনে হাইকোর্ট পর্যন্ত যাব। ৯ সেপ্টেম্বর এই উত্তর লিখে তিনি হাওড়ার ডিপিএসসি চেয়ারম্যানের কাছে পাঠিয়েছেন। প্রসঙ্গত, নিতু দেবীর স্বামী পিন্টু পাড়ুই বিজেপির শিক্ষক নেতা।
  • Link to this news (বর্তমান)