• অনুমোদন মন্ত্রিসভার, বাংলায় আরও ৫টি স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে আরও পাঁচটি স্পেশাল ফাস্ট ট্র্যাক  আদালত তৈরি করা হবে বলে মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে একটি প্রস্তাব অনুমোদিত হয়েছে। এই বিশেষ আদালতগুলিতে অপ্রাপ্তবয়স্কদের উপর অপরাধ সংক্রান্ত যেসব মামলা ‘পকসো’ আইনে দায়ের হয়, তার বিচার হবে। মন্ত্রিসভার বৈঠকের পর অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্যে ইতিমধ্যে ৬২টি পকসো আদালত চালু আছে। এর পাশাপাশি ছ’টি ই-পকসো আদালত আছে। পসকো আইনে দায়ের হওয়া মামলার দ্রুত বিচারের জন্য এই বিশেষ আদালতগুলি করা হয়েছে। অল্পবয়সি এবং মহিলাদের উপর অপরাধের ঘটনার দ্রুত বিচার পর্ব সম্পন্ন করার জন্য রাজ্য সরকার খুবই সক্রিয় বলে জানিয়েছেন মন্ত্রী। এই উদ্দেশ্যেই রাজ্য বিধানসভায় ‘অপরাজিতা’ বিল পাশ করা হয়েছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই প্রশাসনিক বৈঠকে জানিয়েছেন, অপরাজিতা আইনটি কার্যকর হলে ২৬টি বিশেষ ফাস্ট ট্রাক আদালত রাজ্যে চালু করা হবে।

    মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। টি ডাইরেক্টরেটটিকে শ্রমদপ্তরের অধীনে আনা হচ্ছে। চা বাগান সংক্রান্ত বিষয়গুলি আরও ভালোভাবে দেখভাল ও সমন্বয়ের  জন্যই এই সিদ্ধান্ত। চা বাগান শ্রমিকদের কল্যাণ সংক্রান্ত বিষয় শ্রমদপ্তর দেখাশোনা করে। বৈঠকে মুখ্যমন্ত্রী কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। নদীবাঁধ মেরামতির কাজে আরও নজরদারি বাড়াতে সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে নির্দেশ দিয়েছেন তিনি। বাঁধ রক্ষণাবেক্ষণ ও মেরামতি কাজের গুণমান বজায় রাখতে বলা হয়েছে। বর্ষা মরশুম শেষ হওয়ার পর ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, তাই বাঁধগুলিকে শক্তপোক্ত রাখতে হবে। পুজোর আর একমাসও বাকি নেই। পুজোর সময় যাতে শান্তিশৃঙ্খলা বজায় থাকে, তার জন্য মন্ত্রীদের বিশেষ নজর রাখতে হবে। বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রীদের ঠিকমতো কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না বলে মুখ্যমন্ত্রী এদিনের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন। প্রতিমন্ত্রীদের আরও কাজে লাগানোর জন্য পূর্ণমন্ত্রীদের তিনি নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, দপ্তরগুলিতে প্রতিমন্ত্রীরা কী কী বিষয় দেখবেন, তা পূর্ণমন্ত্রীরা ঠিক করেন। সেই অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করে দপ্তরগুলি। 
  • Link to this news (বর্তমান)