• পারফরম্যান্স রিপোর্ট তলব করল এনসিটিই
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিএড  ও ডিএলএড কলেজগুলির কাছ থেকে ২০২১-২২ এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য পারফরম্যান্স অ্যাপ্রাইজাল রিপোর্ট (পার) চেয়ে পাঠাল এনসিটিই। শিক্ষক শিক্ষণের কেন্দ্রীয় নিয়ামক সংস্থা জানিয়েছে, প্রতিটি কলেজ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে দিয়ে তাঁদের অ্যাকাউন্টসের একটি অডিট করা কপিও জমা দেবে। এছাড়াও একটি তালিকা প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী ২৯টি তথ্য এনসিটিইকে দেবে কলেজগুলি। সরকারি কলেজগুলিকে ৫০০০ টাকা ফি ১৮ শতাংশ জিএসটি-সহ জমা দিতে হবে। বেসরকারি কলেজগুলি দেবে ১৮ হাজার টাকা ফি এবং ১৮ শতাংশ জিএসটি।
  • Link to this news (বর্তমান)