• শিক্ষকদের বচসার জেরে উত্তেজনা শ্রীরামপুরের স্কুলে
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: স্কুলের কম্পিউটার অপারেটরকে নিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে বিবাদের জেরে অচলাবস্থা তৈরি হল শ্রীরামপুরের রমেশচন্দ্র গার্লসে। এদিন প্রধান শিক্ষিকা বনাম বাকি শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের মধ্যে বিবাদ থামাতে পুলিস বাহিনীকে স্কুলে আসতে হয়। শেষপর্যন্ত শিক্ষাদপ্তরের কর্তাদের উপস্থিতিতে পঠনপাঠনের পরিবেশ ফেরানোর বিষয়ে দু’পক্ষই সহমত হয়েছে। এদিন প্রধান শিক্ষিকার বিরুদ্ধে রীতিমতো পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে ময়দানে নেমেছিলেন শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ। তাতে যোগ দিয়েছিল ছাত্রীরাও। 

    স্কুল সূত্রে জানা গিয়েছে, বিবাদের সূত্রপাত হয়েছিল সোমবার। সেখানে প্রধান শিক্ষিকা লোপামুদ্রা সাঁতরার বিরুদ্ধে স্কুলের মিটিংয়ে শিক্ষক ও শিক্ষাকর্মী প্রতিনিধিরা সরব হন। তখনই নিজেকে আক্রান্ত দাবি করে প্রধান শিক্ষিকা পুলিস ডেকে আনেন। তারই প্রতিবাদে এদিন দুপুরে বিক্ষোভ হয়। লোপামুদ্রাদেবী বলেন, স্কুলে নিয়মশৃঙ্খলা আনতে চাইলে প্রতিবাদ আসে। আমাকে হেনস্তার চেষ্টা করা হয়। একজন অশিক্ষক কর্মী কাজে ভুল করেছিলেন। তার প্রতিবাদ করাতেই এদিন বিক্ষোভ হয়েছে। অন্যদিকে, স্কুলের সহশিক্ষিকা নবনীতা দাস বলেন, আমাদেরই সারাক্ষণ হুমকির মুখে থাকতে হয়। হেনস্তা হতে হয়।
  • Link to this news (বর্তমান)