• বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহীর মৃত্যু
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই বাইক আরোহীর। মঙ্গলবার দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে আমতা থানার দেওড়ায় বাগনান-আমতা সড়কে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকদের নাম শুভদীপ কারক (২৩) এবং প্রসেনজিৎ কারক (২৪)। বাড়ি আমতা থানার উদং ফতেপুরে। আমতা থানার পুলিস মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে নিয়ে গিয়েছে। ঘাতক বাসটিকে পুলিস আটক করলেও চালক পলাতক। পুলিস চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে।

    পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১টা নাগাদ দুই যুবক বাইকে করে দ্রুতগতিতে বাগনানের দিকে যাচ্ছিল। সেই সময় দেওড়ার কাছে উল্টো দিক থেকে আসা একটি বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক চালক ও আরোহী দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদিকে দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে গেলেও পরে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিস সেটিকে আটক করে। তবে চালক বেপাত্তা। পুলিস সূত্রে জানা গিয়েছে, বাইকের দুই সওয়ারি মধ্যে একজনের মাথায় হেলমেট থাকলেও অন্যজনের ছিল না। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা বলেন, ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচিতে আমরা প্রতিনিয়ত হেলমেট পরে বাইক চালানোর পরামর্শ দিই। পাশাপাশি দ্রুতগতিতে বাইক না চালানোরও বার্তা দেওয়া হয়। কিন্তু অনেকেই তা মানে না। সেকারণেই এই ধরনের মৃত্যু এড়ানো সম্ভব হচ্ছে না। প্রত্যেককেই নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেন ওই পুলিস কর্তা।
  • Link to this news (বর্তমান)