• বিসিকেভিতে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক প্রশাসন, কর্তৃপক্ষের
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে (বিসিকেভি) কয়েকদিন ধরে অচলাবস্থা চলার পর সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক হয় মহকুমা শাসকের। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে এই বৈঠক চলে। সেখানে আন্দোলনকারীদের প্রতিনিধি, মহকুমা শাসক, উপাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন হরিণঘাটা পুরসভার চেয়ারম্যান ও হরিণঘাটা থানার আইসি। সেখানে সিদ্ধান্ত হয়েছে, আন্দোলনকারীদের দাবি নিয়ে আজ বুধবার ফের বৈঠক হবে বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও অ্যান্টি র‍্যাগিং কমিটি পড়ুয়াদের দাবি নিয়ে বৈঠকে বসবে বৃহস্পতিবার। এরপর পরবর্তী সিদ্ধান্ত হবে।

    প্রসঙ্গত, আন্দোলনকারী টিএমসিপি পড়ুয়াদের দাবি, গত বছর ইউজিসি’র নিয়ম মেনে কর্তৃপক্ষ র‍্যাগিং রুখতে প্রথম বর্ষের পড়ুয়াদের চতুর্থ বর্ষের ছাত্রদের সঙ্গে হস্টেলে থাকার ব্যবস্থা করেছিল। কিন্তু এবার কারওর সঙ্গে আলোচনা না করেই প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ছাত্রদের একই হস্টেলে রাখা হয়েছে। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন ছাত্রছাত্রীরা। এই বিষয়ে উপাচার্য বলেন, কে কোন হস্টেলে থাকবেন, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঠিক করে। বিশ্ববিদ্যালয় অচল করে দিয়ে পরীক্ষা বন্ধ করে দেওয়ার মতো ইস্যু এটা নয়। বিষয়টি কেউ ভালোভাবে নিচ্ছেন না।
  • Link to this news (বর্তমান)