• স্কুলের আমগাছ কাটা পড়েছে, প্রধান শিক্ষককে ঘিরে উত্তেজনা ডোমজুড়ে
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলের ভিতর প্রাচীন একটি আমগাছ ছিল। সেটি কেটে ফেলাকে কেন্দ্র করে উত্তেজনা। প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন প্রাক্তন পড়ুয়া ও স্কুলের শিক্ষকদের একাংশ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের মাকড়দহ বামাসুন্দরী ইনস্টিটিউশনে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যেতে হয় ডোমজুড় থানাকে। অবশেষে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পরিচালন কমিটির দীর্ঘক্ষণ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

    জানা গিয়েছে, স্কুলের সীমানার ভিতরে শতাব্দী প্রাচীন আম গাছটি ছিল। একটি নতুন ক্লাসরুম তৈরি হবে বলে গাছটি কেটে ফেলার দরকার ছিল বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। তবে অভিযোগ, স্কুলের শিক্ষকদের অন্ধকারে রেখে এবং পরিচালন কমিটির সঙ্গে কোনও আলোচনা না করে বেআইনিভাবে গাছটি কেটে ফেলেন প্রধান শিক্ষক ভবানীপ্রসাদ রায়। তার প্রতিবাদেই এদিন দুপুরে স্কুলে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রাক্তন পড়ুয়াদের একাংশ। বিক্ষোভে সামিল হন স্কুলের কয়েকজন শিক্ষকও। প্রাক্তন ছাত্রদের বক্তব্য, ‘রবিবার রাতে বাইরে থেকে লোক এনে কেটে ফেলা হয়েছে। গাছটি স্কুলের ঐতিহ্য বহন করছিল। শিক্ষকদের বড় অংশের আপত্তি সত্ত্বেও প্রধান শিক্ষক তা কর্ণপাত করেননি। এই বেআইনি কাজের জন্য প্রশাসনের তরফেও কোনও অনুমতি দেওয়া হয়নি।’

    এদিন দুপুরে প্রধান শিক্ষকের ঘর ঘেরাও করে প্রাক্তন পড়ুয়াদের বিক্ষোভ চরমে পৌঁছায়। এরপর ডোমজুড় থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও গাছ কাটার বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি স্কুলের প্রধান শিক্ষক ভবানীপ্রসাদ রায়। স্কুলের পরিচালন কমিটির সভাপতি তুফান ঘোষ বলেন, ‘গাছ কাটার বিষয়টি পরিচালন কমিটি জানতো না। কেন এমনটা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’ -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)