• হরিপাল শ্রমজীবী হাসপাতালে চালু স্বাস্থ্যসাথী পরিষেবা
    বর্তমান | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: গণউদ্যোগে তৈরি হরিপালের শ্রমজীবী হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দেওয়া শুরু হল। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে রোগীদের ওই কার্ডের সুবিধা দেওয়া শুরু হয়। কার্ডের আওতায় প্রথম পরিষেবা পেয়েছেন স্থানীয় মহেশপুর গ্রামের বাসিন্দা খেতমজুর মনোরঞ্জন রায়। তিনি বলেন, এমনিতেই হরিপাল শ্রমজীবী হাসপাতালে চিকিৎসার ব্যয় খুবই কম। তারপরেও তারা সরকারি কার্ড পরিষেবা দিয়ে আমাদের মতো গরীব মানুষের চিকিৎসা ব্যয় শূন্য করে দিয়েছেন। আমি কৃতজ্ঞ। হরিপাল শ্রমজীবী হাসপাতালের সম্পাদক সন্দীপন চট্টোপাধ্যায় বলেন, এই হাসপাতালে প্রতিটি ইট গেঁথেছেন স্থানীয় মানুষ। সেইসব মানুষদের জন্যই সরকারি স্বাস্থ্যসাথী কার্ড পরিষেবা চালুর প্রয়াস আমরা করছিলাম। শেষপর্যন্ত তা করা গিয়েছে। প্রসঙ্গত, হুগলির শ্রমজীবী স্বাস্থ্য সমিতির আওতায় ২০২৩ সাল থেকে ৩০ শয্যার ওই হাসপাতাল পরিষেবা দিতে শুরু করে। ওই হাসপাতালে সিংহভাগ পরিকাঠামোই মানুষের দানে তৈরি হয়েছে।
  • Link to this news (বর্তমান)