‘আশা করছি আমরা বিচার পাব’, স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের অবস্থানে বললেন নির্যাতিতার বাবা
আনন্দবাজার | ১১ সেপ্টেম্বর ২০২৪
কী বললেন নির্যাতিতার বাবা
স্বাস্থ্য ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভে জুনিয়র ডাক্তারদের পাশে থাকতে বিক্ষোভস্থলে উপস্থিত হয়েছেন নির্যাতিতার পরিবারে লোকেরা। বিক্ষোভস্থল থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্যাতিতার বাবা বলেন, “আশা করছি প্রশাসনে শুভ বুদ্ধির উদয় হবে। তোমরা একটু ধৈর্য্য রাখো। তোমরা বাধ্য হয়েছ এই আন্দোলন করেছ। আশা করছি আমরা বিচার পাব।”
ক্ষোভে ফেটে পড়লেন নির্যাতিতার কাকিমা
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ক্ষোভে ফেটে পড়লেন আরজি কর-কাণ্ডে নির্যাতিতার কাকিমা। তিনি বলেন, “টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল কি না সেই প্রমাণ চাইছেন। মুখ্যমন্ত্রী বলছেন পরিবার ক্ষতিপূরণ চেয়েছে। উনি সেই প্রমাণ দিতে পারবেন?”
কী বললেন নির্যাতিতার দাদা
বিক্ষোভস্থলে উপস্থিত হয়ে নির্যাতিতার দাদা বলেন, “ প্রশাসন কী লুকোতে চাইছে? জবাব দিতে হবে।” আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা যত দিন না বিচার পাচ্ছি তত দিন আমাদের পাশে থাকুন।”
এটাই আমার উৎসব: নির্যাতিতার মা
জুনিয়র ডাক্তারদের অবস্থানে বিক্ষোভে এসে নির্যাতিতার মা বলেন, “আমার ছেলেমেয়েরা আজ রাস্তায়, তাই বাড়িতে থাকতে পারিনি, ছুটে এসেছি এখানে। প্রশাসন তোমাদের কোথায় দাঁড় করিয়েছে? মুখ্যমন্ত্রী উৎসবে যোগ দিতে বলছেন, আমার কাছে এটাই উৎসব।”