দক্ষিণবঙ্গে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি সব জেলাতে। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় সব জেলাতে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
উত্তরবঙ্গে বুধবার ভারী বৃষ্টি পার্বত্য এলাকার জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকবে। বৃহস্পতিবারেও ভারী বৃষ্টি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর এবং মালদা এই তিন জেলাতে। শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে।
শহর কলকাতায় মাঝে মাঝে মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। রাতের তাপমাত্রা ২৭.৩ থেকে বেড়ে ২৮.৪ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ থেকে বেড়ে ৩৩.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯৪ শতাংশ। সামান্য বৃষ্টি।