• স্বাস্থ্যভবন অভিযান Live Update: জুনিয়র ডাক্তারদের পাশে আমজনতা, কেউ দিচ্ছে জল, কেউ খাবার
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • পেরিয়েছে সুপ্রিম ডেডলাইন। পেরিয়েছে গোটা রাত। ৫ দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকরা এখনও স্বাস্থ্যভবনের দুয়ারে অবস্থানে। আন্দোলনরত চিকিৎসকদের পাশে গোটা বাংলা। পাশে থাকার বার্তা দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের প্রতিমুহূর্তের তথ্য সংবাদ প্রতিদিন ডিজিটালের লাইভে।  

    সকাল ১০.৩০:  স্বাস্থ্যভবনের সামনে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে জুনিয়র ডাক্তারদের জন্য।

    সকাল ১০.০০: সকালে আন্দোলনরত ডাক্তারদের খাবার পাঠালো একাধিক সংস্থা।  আমজনতার সমর্থন পেয়ে আপ্লুত জুনিয়র চিকিৎসকরা। 

    সকাল ৯.৩০: সিনিয়র চিকিৎসকদের পাশে পেয়ে তাঁদের ধন্যবাদ জানালেন কিঞ্জল নন্দ। 

    সকাল ৯.০৫: লালবাজার অভিযানের সময় ভোর হতেই কমিশনার বিনীত গোয়েলকে বিঁধে স্লোগান তুলেছিলেন আন্দোলনকারীরা। এদিনও তার ব্যতিক্রম হল না। ভোর হতেই স্লোগানে মুখরিত হল স্বাস্থ্যভবন চত্ত্বর। আন্দোলনকারীরা স্লোগান তুললেন, “ভোর হল, দোর খোল, দুয়ারে ডাক্তার এলো রে! ”

    সকাল ৮.০২: রাতেই নবান্নের তলবে বৈঠকের আহ্বান জানানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের ১০ প্রতিনিধিকে। কিন্তু সেই তলবে অসন্তুষ্ট চিকিৎসকরা সাড়া দেননি। জানা গিয়েছে পালটা মেলে নিজেদের সমস্ত দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। 

    সকাল ৭.৩০: চিকিৎসদের আন্দোলনে শামিল আমজনতাও। কেউ নিয়ে এসেছেন শুকনো খাবার, কেউ দিচ্ছেন জল। সকলের একটাই দাবি, অভয়াকে বিচার দিতেই হবে।

    সকাল ৭.০১: লালবাজারের পর স্বাস্থ্যভবনের সামনের রাস্তায় রাত কাটালেন জুনিয়র চিকিৎসকরা। ৫ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে, সাফ জানালেন চিকিৎসকরা। 
  • Link to this news (প্রতিদিন)