সকাল ৯.০৫: লালবাজার অভিযানের সময় ভোর হতেই কমিশনার বিনীত গোয়েলকে বিঁধে স্লোগান তুলেছিলেন আন্দোলনকারীরা। এদিনও তার ব্যতিক্রম হল না। ভোর হতেই স্লোগানে মুখরিত হল স্বাস্থ্যভবন চত্ত্বর। আন্দোলনকারীরা স্লোগান তুললেন, “ভোর হল, দোর খোল, দুয়ারে ডাক্তার এলো রে! ”
সকাল ৮.০২: রাতেই নবান্নের তলবে বৈঠকের আহ্বান জানানো হয়েছিল জুনিয়র চিকিৎসকদের ১০ প্রতিনিধিকে। কিন্তু সেই তলবে অসন্তুষ্ট চিকিৎসকরা সাড়া দেননি। জানা গিয়েছে পালটা মেলে নিজেদের সমস্ত দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
সকাল ৭.৩০: চিকিৎসদের আন্দোলনে শামিল আমজনতাও। কেউ নিয়ে এসেছেন শুকনো খাবার, কেউ দিচ্ছেন জল। সকলের একটাই দাবি, অভয়াকে বিচার দিতেই হবে।
সকাল ৭.০১: লালবাজারের পর স্বাস্থ্যভবনের সামনের রাস্তায় রাত কাটালেন জুনিয়র চিকিৎসকরা। ৫ দফা দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে, সাফ জানালেন চিকিৎসকরা।