• সোদপুর মোড় হবে 'তিলোত্তমা মোড়'? নাম বদলের ডাক, আপলোড Google Map-ও
    আজ তক | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • R G Kar Protest: আর জি কর কাণ্ডে প্রতিবাদ, আন্দোলনের ঝড় থামছে না। তরুণীর বিচারের দাবিতে এক সুতোয় গেঁথে গেছে গোটা কলকাতা থেকে জেলা। সবার মুখে মুখে একটাই স্বর, 'জাস্টিস ফর আর জি কর'। তিলোত্তমার বিচারের দাবিতে এই শহর দেখেছে অভিনব প্রতিবাদ, মেয়েদের রাত দখল থেকে মানববন্ধন, কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন আম নাগরিক। এরই মধ্যে আন্দোলনকারীদের আর্তি, সোদপুর ট্রাফিক মোড়ের নাম বদলে হোক 'তিলোত্তমা মোড়'। এই সোদপুরেই ছোট থেকে বেড়ে ওঠা আর জি করের তরুণীর।

    সোদপুর, মধ্য়মগ্রামের একাধিক চেম্বার করতেন তিনি। ছোট থেকে সংগ্রাম করে বেড়ে উঠে সে হয়ে উঠেছিলেন 'ডাক্তার দিদি'। ডাক্তার দিদি চলে যাওয়ার পর চোখে জল এলাকাবাসীর। 'ডাক্তার দিদি'-র খুন ও ধর্ষণের প্রতিবাদে 'পাড়ার মেয়ের বিচার'-এর দাবিতে পথে নামেন প্রতিবেশীরা। তখনও মেয়েদের রাত দখলের মত বড় আন্দোলন গড়ে ওঠেনি। ঘটনার একমাস পেরিয়েছে, আন্দোলনের শিখা এখনও জ্বলছে। সেই সঙ্গে সোদপুরবাসীর আর্তি সোদপুর ট্রাফিক মোড়ের এই ব্যস্ত ও অতি গুরুত্বপূর্ণ রাস্তার নাম থাকুক তিলোত্তমার নামে। পরিচিতি পাক 'তিলোত্তমা মোড়' নামে। 

    সোশ্যাল মিডিয়ায় আন্দোলনকারীরা আবেদন করেন, ডানলপ বা ব্যারাকপুর থেকে যারা বাস বা অটোতে সোদপুরে আসবেন, তাঁরা যেন 'তিলোত্তমা মোড়' বলে ডাকে। তিলোত্তমা, তোমার বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না। 

    গুগ্‌ল ম্যাপে বিটি রোডের উপরের এই জায়গা‘তিলোত্তমা মোড়’লিখে লোকেশন চিহ্নিত করার কাজ চলছে। সেখান থেকেই অদূরে নির্যাতিতার বাড়ি। শুধু সোদপুরই নয়, একাধিক জায়গার নাম বদলে হচ্ছে তিলোত্তমা মোড় বা তিলোত্তমা চত্বর। গুগল ম্যাপ খুললেই তিলোত্তমা মোড়ের ছড়াছড়ি।
  • Link to this news (আজ তক)