• বন্ধ হচ্ছিল না দরজা! হাওড়ায় ২০ মিনিট আটকে ভিড়ে ঠাসা মেট্রো
    প্রতিদিন | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • নব্যেন্দু হাজরা: অফিস টাইমে বন্ধই হচ্ছিল না ভিড়ে ঠাসা মেট্রোর দরজা। প্রায় ২০ মিনিট ধরে আটকে রইল মেট্রো। ব্যস্ত সময়ে প্রবল ভোগান্তির শিকার যাত্রীরা। অবশেষে চালককে নেমে এসে ম্যানুয়ালি বন্ধ করতে হয় দরজা।

    বিষয়টা ঠিক কী? জানা গিয়েছে, হাওড়া ময়দান থেকে মেট্রোটি ছাড়ার কথা ছিল ১০ টা বেজে ১৫ মিনিটে। অফিস টাইম হওয়ায় যথেষ্ট ভিড় ছিল। দরজা বন্ধ হওয়ার সময় দেখা যায়, একটি দরজা বন্ধ হচ্ছে না কিছুতেই। প্রযুক্তির সাহায্যে একাধিকবার চেষ্টা করা হলেও লাভ হয়নি। এর পর চালক নেমে আসেন, তিনি শেষপর্যন্ত দরজা বন্ধ করতে পারেন। প্রায় ২০ মিনিট দেরিতে ছাড়ে মেট্রো। স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণেই এই ঘটনা।

    উল্লেখ্য, মেট্রোয় ভোগান্তি নতুন কিছু নয়। প্রায়ই কোনও না কোনও সমস্যা দেখা দেয় মেট্রোয়। যার ফলে মাঝে মধ্যেই সমস্যায় পড়তে হয় আমজনতাকে। তবে সেটা মূলত দমদম শাখায়। সদ্য চালু হওয়া হাওড়া মেট্রোয় এই ঘটনায় বিরক্ত যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হওয়ার কথাই বলছেন তাঁরা।
  • Link to this news (প্রতিদিন)