বিকেল ৩.৩০: ফের নবান্নে ডাকা হল জুনিয়র চিকিৎসকদের। সন্ধে ৬টার সময় ১২ থেকে ১৫ জনের প্রতিনিধি দলকে নবান্নে আমন্ত্রণ জানানো হয়েছে। ইমেল করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ।
বিকেল ৩.২১: লালবাজারের সামনে ২২ ঘণ্টা অবস্থান করেছিলেন জুনিয়র চিকিৎসকরা। সেই সময়ের রেকর্ড ভেঙে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান চলছেই। আন্দোলনের ২৪ ঘণ্টা পেরিয়ে গেল।
দুপুর ২.৪৬: ভোর ৩টে ৫০ মিনিটে মুখ্যমন্ত্রীকে ইমেল করেন জুনিয়র চিকিৎসকরা। এখনও জবাব মেলেনি। প্রশাসনের এহেন আচরণে হতাশ জুনিয়র চিকিৎসকেরা। তবে নাগরিক সমাজকে ধন্যবাদ জানালেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, গতকাল সন্ধের ইমেলে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কথা বলাই ছিল না।
দুপুর ২.৩৩: অবস্থানের ২৩ ঘণ্টা পার। নিজেদের সিদ্ধান্তেই অনড় জুনিয়র চিকিৎসকরা। কিছু দিন আগে লালবাজারের সামনের ২২ ঘণ্টা অবস্থান করেছিলেন জুনিয়র ডাক্তারেরা।
বেলা ১.৩৩: আলোচনা চেয়ে মুখ্যমন্ত্রীকে ইমেল করেছে জুনিয়র চিকিৎসক সংগঠন। মুখ্যমন্ত্রী বা নবান্ন সময় দিলে প্রতিনিধি দল যাবে আলোচনা করতে।
বেলা ১২.২৯: জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে অগ্নিমিত্রা পল। তাঁকে ঘিরে উঠল ‘গো ব্যাক’ স্লোগান। অগ্নিমিত্রা জানান, এখানে বিজেপির পার্টি অফিস সেখানেই তিনি এসেছেন। তবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি সমর্থন রয়েছে তাঁর।