• সুকন্যার জামিনে নানুরে উৎসবের মেজাজ, ভোজসভার আয়োজন
    এই সময় | ১১ সেপ্টেম্বর ২০২৪
  • অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা জামিনে মুক্তি পাওয়ায় বীরভূমের নানুরে খুশির আমেজ। বুধবার নানুরের আটকুলায় গ্রামবাসীদের জন্য মাংস-ভাত সহযোগে ভুরিভোজের আয়োজন করলেন অনুব্রতর ঘনিষ্ঠ তৃণমূল নেতা কেরিম খান।গোরু পাচার মামলায় ২০২৩ সালে ২৬ এপ্রিল ইডি গ্রেপ্তার করে বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে। প্রায় ১৫ মাস পরে মঙ্গলবার জামিন পেয়েছেন তিনি। এরপরেই নানুরে উৎসবের আমেজ। যদিও ভুরিভোজের আয়োজক কেরিম খান। জেলা তৃণমূলের তরফে তা করা হয়নি।

    বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, শুধু নানুর নয়, গোটা জেলাতেই অনেকে ব্যক্তিগত উদ্যোগে ভোজের আয়োজন করেছেন। তাঁর সংযোজন, 'আসলে এই উদ্যোগগুলি সাধারণ মানুষের আনন্দের বহিঃপ্রকাশ। অনুব্রতর মেয়ে জেলাবাসীর কাছে কন্যাসম। অনুব্রত মণ্ডল ছাড়া পেলে জেলাবাসী আরও বড় উৎসবের আয়োজন করবে।'

    অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর থেকেই ইডি স্ক্যানারে ছিলেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছিল ইডি। গ্রেপ্তারের পরে অনুব্রত মণ্ডলের মতো তাঁর মেয়েরও ঠাঁই হয় তিহাড় জেলে। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি। তবে একাধিক শর্ত দিয়েছে আদালত। তার মধ্যে অন্যতম, নিম্ন আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যাবে না। দিল্লির কোন ঠিকানায তাঁকে সবসময় পাওয়া যাবে সেই বিষয়ে তদন্তকারী অফিসারকে জানাতে হবে। তদন্তকারী অফিসারকে মোবাইল নম্বর দিতে হবে এবং ফোনের বদল করা যাবে না। ফোন সমসময় চালু থাকতে হবে।

    অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর তাঁর পাশে থেকেছে দল। লোকসভা নির্বাচনের প্রচারে এই নেতার খাসতালুক বীরভূমে গিয়েও ‘এজেন্সি রাজনীতি’ নিয়ে সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি, সিবিআই-এর মতো এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছিলেন তিনি। যদিও বিজেপির তরফে সেই সমস্ত অভিযোগ খারিজ করে দেওয়া হয়।
  • Link to this news (এই সময়)