২ জেলায় ২ নারী নির্যাতনের অভিযোগ, তৎপর পুলিশও, গ্রেফতার ৬
হিন্দুস্তান টাইমস | ১১ সেপ্টেম্বর ২০২৪
রাজ্যে প্রকাশ্যে এল আরও ২ নারী নির্যাতনের ঘটনা। এই ২ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নেমে গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
পড়তে থাকুন - আরজি কর নিয়ে আর কোনও বিবৃতি নয়, বলবেন শুধু মমতা, নির্দেশ মন্ত্রিসভার বৈঠকে
মঙ্গলবার রাতে হাও়ড়ার বাঁকড়ায় এক নাবালিকা শ্লীলতানির শিকার হয় বলে অভিযোগ। ৫ যুবক নাবালিকাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ পরিবারের। এই ঘটনায় ডোমজুড় থানায় অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। অভিযোগের ভিত্তিতে স্থানীয় ৫ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
অন্য আরেকটি ঘটনায় কলকাতা পুলিশের ওয়াটগঞ্জ থানা এলাকায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওয়াটগঞ্জ থানা এলাকার আক্রা রোডের ওই ঘটনায় নির্যাতিতার বয়স ২৩। তিনি থানায় অভিযোগ করে জানিয়েছেন, জুলাই মাসের শেষের দিতে আক্রা রোডের এ ওয়ান মার্কেটে গিয়েছিলেন তিনি। সেখানে একটি দোকানে কেনাকাটা করার সময় তাঁকে দোকানের ভিতরে নিয়ে যান সুমিত আগরওয়াল নামে এক ব্যবসায়ী। এর পর সেখানে তাঁকে ধর্ষণ করেন তিনি। ঘটনার কথা জানালে খুনের হুমকিও দেন।
এই ঘটনায় সম্প্রতি ওয়াটগঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা। অভিযোগের ভিত্তিতে সুমিত আগরওয়াল নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ওয়াটগঞ্জ থানার পুলিশ।